আছড়ে পড়তে চলেছে বুলবুল, নাছোড় পর্যটকদের ভিড় সরাতে হিমশিম প্রশাসন


শনিবার বিকেলেই পশ্চিমবঙ্গের উপকূলে আছড়ে পড়তে চলেছে ঘূর্ণিঝড় বুলবুল। তারজন্য আগাম সতর্কতা নিয়েছে প্রশাসন। সমুদ্র সৈকতে যাতে পর্যটকরা না নামেন তার জন্য দিঘা, মন্দারমনি, শংকরপুরে চলছে মাইকিং। নেমেছ এনডিআরএফ দল। আর এর মধ্যেই  ওল্ড ও নিউ দিঘায়  সুযোগ পেয়ে সৈকতে ভিড় জমনোর চেষ্টা করছেন কিছু উৎসাহী জনতা। কিন্তু কোনও  ঝুঁকি না নিয়ে নিরাপত্তার কারণে তাঁদের সরিয়ে দিচ্ছে প্রশাসন।
 

/ Updated: Nov 09 2019, 12:06 PM IST

Share this Video
  • FB
  • TW
  • Linkdin
  • Email


শনিবার বিকেলেই পশ্চিমবঙ্গের উপকূলে আছড়ে পড়তে চলেছে ঘূর্ণিঝড় বুলবুল। তারজন্য আগাম সতর্কতা নিয়েছে প্রশাসন। সমুদ্র সৈকতে যাতে পর্যটকরা না নামেন তার জন্য দিঘা, মন্দারমনি, শংকরপুরে চলছে মাইকিং। নেমেছ এনডিআরএফ দল। আর এর মধ্যেই  ওল্ড ও নিউ দিঘায়  সুযোগ পেয়ে সৈকতে ভিড় জমনোর চেষ্টা করছেন কিছু উৎসাহী জনতা। কিন্তু কোনও  ঝুঁকি না নিয়ে নিরাপত্তার কারণে তাঁদের সরিয়ে দিচ্ছে প্রশাসন।