দিঘার পথে বিপদ, নয়ানজুলিতে পড়ল যাত্রীবোঝাই এসি বাস, দেখুন ভিডিও

  • কলকাতা থেকে দিঘা যাচ্ছিল বাসটি
  • মারিশদার কাছে ভোররাতে দুর্ঘটনা
  • আহত চল্লিশজন যাত্রী, কয়েকজনের অবস্থ গুরুতর
  • মদ্যপ ছিলেন চালক, অভিযোগ যাত্রীদের
/ Updated: Jun 24 2019, 12:47 PM IST
Share this Video
  • FB
  • TW
  • Linkdin
  • Email

কলকাতা থেকে দিঘা যাওয়ার পথে নয়ানজুলিতে উল্টে গেল যাত্রীবোঝাই একটি এসি বাস। সোমবার ভোর তিনটে নাগাদ ১১৬বি জাতীয় সড়কের উপরে পূ্র্ব মেদিনীপুরের মারিশদার কাছে এই দুর্ঘটনা ঘটে। বাস উল্টে গিয়ে আহত হন চল্লিশজন যাত্রী। তাঁদের মধ্যে বেশ কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। আহতদের কাঁথি মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়েছে। 

যাত্রীদের অভিযোগ, কোলাঘাটে বাসটি থামলে বাসের চালক এবং খালাসিরা মদ্যপান করে। তার পর থেকেই অত্যন্ত দ্রুত গতিতে বাসটি চলতে শুরু করে। শেষ পর্যন্ত মারিশদার গয়াগিরির কাছে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের নয়ানজুলিতে গিয়ে পড়ে বাসটি। স্থানীয় বাসিন্দারাই প্রথমে উদ্ধারকাজে হাত লাগান। পরে পুলিশ এসে আহতদের হাসাপাতালে পাঠানোর ব্যবস্থা করে। ঘটনার পরই বাসের চালক ও দুই খালাসি পালিয়ে যায়।