'সৌজন্য দেখানোর জিনিস না, ব্যবহারে প্রকাশ পাওয়া উচিত'- মমতা বন্দ্যোপাধ্যায় কে উদ্দেশ্য করে বললেন দিলীপ ঘোষ

বিধানসভা চলাকালীন মমতা বন্দ্যোপাধ্যায় বিজেপি বিধায়কদের বেঞ্চের দিকে গিয়ে হাতজোড়ো করে সৌজন্যবোধ সাক্ষাৎ করেন, এ বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে দিলীপ ঘোষ বললেন 'সৌজন্য দেখানোর জিনিস না, ব্যবহারে প্রকাশ পাওয়া উচিত'

/ Updated: Sep 19 2022, 09:31 PM IST
Share this Video
  • FB
  • TW
  • Linkdin
  • Email

বিধানসভা থেকে বের হয়ে  দিলীপ ঘোষ সাংবাদিকদের মুখোমুখি হন | বিধানসভা চলাকালীন মমতা বন্দ্যোপাধ্যায় সৌজন্যবোধ সাক্ষাৎ করেন এ বিষয়ে নিজের মতামত দেন দিলীপ ঘোষ | দিলীপ ঘোষ  মমতাকে উদ্দেশ্য করে জানান 'আপনার নেতারা গাড়ি ভাঙবে, মা বাপ তুলে গালাগালি দেবে তার পর এই সৌজন্যের কি মানে' | এরপর তিনি জানান 'সৌজন্য দেখানোর জিনিস না, ব্যবহারে প্রকাশ পাওয়া উচিত'| এছাড়াও শিক্ষাবিভাগে দুর্নীতি নিয়েও মতামত দিন সাংবাদিকদের | এরপর পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তোলেন 

Read more Articles on