মমতার আচরণকে কটাক্ষ, ডাক্তারদের কাজে ফেরার আবেদন দিলীপের, দেখুন ভিডিও

  • মুখ্যমন্ত্রীর ভূমিকার সমালোচনা দিলীপ ঘোষের
  • ডাক্তারদের কাজে ফেরার আবেদন বিজেপি রাজ্য সভাপতির
  • রোগীদের কথা ভেবেই কাজে যোগ দেওয়ার আবেদন
/ Updated: Jun 14 2019, 05:17 PM IST
Share this Video
  • FB
  • TW
  • Linkdin
  • Email


চিকিৎসকদের সঙ্গে গুন্ডা, শ্রমিকের মতো ব্যবহার করছেন মমতা বন্দ্যোপাধ্যায়। মুখ্যমন্ত্রীর ভূমিকার সমালোচনা করেও চিকিৎসকদের কর্মবিরতি প্রত্যাহার করার আবেদন জানালেন বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। রাজ্যে জুনিয়র চিকিৎসকদের কর্মবিরতি শুক্রবার চতুর্থ দিনে পড়ল। এ দিন বাঁকুড়ায় দিলীপবাবু বলেন, 'যা হচ্ছে তা ঠিক হচ্ছে না, হাসপাতাল ঝগড়া করার জায়গা নয়। কারও ইগো, মান-সম্মানের বিষয় নয়। মানুষের জীবন নিয়ে টানাটানি চলছে। ডাক্তারদের সুরক্ষা অবশ্য হওয়া উচিত, কিন্তু মানুষের জীবনের সুরক্ষা আগে হওয়া উচিত।  ডাক্তারদের সুরক্ষার অভাব আছে, আমরা জানি। কিন্তু সাধারণ মানুষের কথা ভেবে চিকিৎসকদের হরতাল প্রত্যাহার করা উচিত।'

বৃহস্পতিবার এসএসকেএম হাসপাতালে গিয়ে আন্দোলনরত চিকিৎসকদের হুঁশিয়ারি দিয়ে এসেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মুখ্যমন্ত্রীর এই ভূমিকার সমালোচনা করে খড়্গপুরের সাংসদ অভিযোগ করেন, 'মমতা বন্দ্যোপাধ্যায় ডাক্তারদের সঙ্গে শ্রমিকের মতো, গুন্ডার মতো ব্যবহার করছেন, সেটা ঠিক নয়।' তাঁর আরও দাবি, চিকিৎসকরা সিপিএম বা বিজেপি, কোনও রাজনৈতিক দলের নন।