'মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত থেকে লাশ চুরি হয়েগেল', আনিস খান মত্যু প্রসঙ্গে মমতাকে বিঁধলেন দিলীপ
আনিস খান মারা গিয়েছেন রহস্যজনকভাবে। আনিস খান মৃত্যুর ঘটনায় সিবিআই তদন্তের দাবি জানালেন দিলীপ ঘোষ। আনিস মারা গিয়েছেন, এখন তিনি সবার হয়ে গিয়েছেন, বললেন দিলীপ। 'মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত থেকে লাশ চুরি হয়েগেল'-দিলীপ ঘোষ। 'সিট গঠন করা হয় এখানে বাস্তবকে চাপা দেওয়ার জন্য'-দিলীপ ঘোষ।
আনিস খান মারা গিয়েছেন রহস্যজনকভাবে। আনিস খান মৃত্যুর ঘটনায় সিবিআই তদন্তের দাবি জানালেন দিলীপ ঘোষ। আনিস খান প্রসঙ্গে দিলীপ ঘোষ বলেন, আনিস মারা গিয়েছেন, এখন তিনি সবার হয়ে গিয়েছেন। মমতা বন্দ্যোপাধ্যায় একসময় লাস চুরি করতেন, এবার মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত থেকে লাশ চুরি হয়েগেল। আনিস মারা গিয়েছেন সন্দেহজনকভাবে। বাড়ির লোক আলাদা দাবি করছে। আমরা চাই সঠিক তদন্ত হোক। আসল রহস্য সামনে আসুক। বাঁকুড়ার মালপাড়া মোড়ে আজ সকালে দলীয় চায়ে পে চর্চায় উপস্থিত হয়ে আনিস মৃত্যু কান্ডে এই দাবি করেন বিজেপির সর্বভারতীয় সহ সভাপতি দিলীপ ঘোষ। এদিন সাংবাদিকদের প্রশ্নের উত্তরে দিলীপ ঘোষ বলেন, পুলিশ হোক বা অন্য কেউ হোক দোষীরা শাস্তি পাক। আনিস বিভিন্ন সময় বিভিন্ন দল করেছে। তাই এটা রাজনৈতিক হত্যা হতে পারে। যেহেতু সে মুসলমান তাই এখন সবাই ঝাঁপিয়ে পড়েছে। আমাদের ৫০ জনের বেশি হত্যা হয়েছে তখন কারো মনে হয়নি এটা অমানবিক ঘটনা। তা সত্বেও আমরা চাই অপরাধীদের শাস্তি হোক। নারদা সারদা তেও সিট গঠন করা হয়েছিল এখানে সিট গঠন করা হয় সত্যকে চাপা দেওয়ার জন্য। মমতা ব্যানার্জী তাই করেছেন। সবাই সিবিআই তদন্ত চায়।