দলে বেনো জল ঢুকেছে, মানলেন দিলীপ, বললেন ঝামেলা ছাড়া রাজনীতি হয় না
দলের সাংগঠনিক কাজে যোগ দিতে পূর্ব মেদিনীপুরে রয়েছেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। সেখানেই সাংবাদিকদের মুখোমুখি হয়ে একেবারে অন্য মেজাজে পাওয়া গেল বিজেপি রাজ্য সভাপতিকে। জানিয়ে দিলেন ঝামেলা ছাড়া রাজনীতি হয় না। অকট স্বীকারোক্তি ঝামেলা হয় ওরা করবে নয়তো আমরা। এই ওরা যে তৃণমূল তাও বুঝিয়ে দিলেন দিলীপ ঘোষ।
দলের সাংগঠনিক কাজে যোগ দিতে পূর্ব মেদিনীপুরে রয়েছেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। সেখানেই সাংবাদিকদের মুখোমুখি হয়ে একেবারে অন্য মেজাজে পাওয়া গেল বিজেপি রাজ্য সভাপতিকে। জানিয়ে দিলেন ঝামেলা ছাড়া রাজনীতি হয় না। অকট স্বীকারোক্তি ঝামেলা হয় ওরা করবে নয়তো আমরা। এই ওরা যে তৃণমূল তাও বুঝিয়ে দিলেন দিলীপ ঘোষ।
বিজেপি রাজ্য সভাপতি মেনে নেন দলে বেনোজল ঢুকেছে। দল বাড়াতে হলে সবাইকে নিতে হবে সেকথারও যুক্তি সাজালেন। তবে যারা কাজ করবেন তাঁরাই দলে থাকবেন তা জানিয়েও দিলেন। বিজেপিতে পরিশুদ্ধের কাজ চলছে দাবি করলেন রাজ্য সভাপতি।
এদিকে ঝাড়খণ্ডে বিধানসভা ভোটে পরাজিত হয়েছে বিজেপি। নাগরিকত্ব সংশোধনী আইনের বিরূপ প্রভাবের জেরেই এই ফল তা মানতে রাজি নন বিজেপি রাজ্য সভাপতি। জানালেন ঝাড়খণ্ডের বাঙালি এলাকায় জিতেছে পদ্মশিবির। দলের পরাজয়ের জন্য স্থানীয় সমস্যাকেই দায়ি করলেন।