জীবনতলা শুটআউটের পিছনের মূল কারণ তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব, দাবি দিলীপ ঘোষের
- জীবনতলায় গুলিবিদ্ধ হয়েছেন ৩ জন তৃণমূল কর্মী
- গুলিবিদ্ধ হয়ে হাসপাতালে ভর্তি ৩ তৃণমূল কর্মী
- এই ঘটনায় বিজেপি-র দিকে অভিযোগের আঙুল তুলেছিল তৃণমূল
- এবার তাই নিয়েই মুখ খুললেন দিলীপ ঘোষ
সোমবার রাতে জীবনতলায় গুলিবিদ্ধ হয়েছেন ৩ জন তৃণমূল কর্মী। তাই নিয়েই চলছে রাজনৈতিক চাপান উতর। রাজনৈতিক এই চাপান উতোর-এর মধ্যে উত্তেজনার মাত্রা এখন চরমে জীবনতবার কুড়িভাঙা এলাকায়। তৃণমূলের অভিযোগ, বিজেপি এই ঘটনা ঘটিয়েছে। তবে সেই কথা মানতে নারাজ বিজেপি। আর এবার এই ঘটনা নিয়েই মুখ খুললেন বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। মঙ্গলবার বাঁকুড়ার বিষ্ণুপুরে ছিন্নমস্তা মন্দিরে পুজো দিয়ে বেরিয়ে দিলীপ ঘোষ বলেন, রাজ্যের মানুষ পরিবর্তন চাইছেন। আর সেই প্রার্থনাই মায়ের কাছে করলেন তিনি। ক্যানিং এ গুলিবিদ্ধ তিন তৃণমূল, কর্মী সেই প্রসঙ্গে বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ বলেন, তৃণমূলের গোষ্ঠী দ্বন্দ্বের জেরেই এই ঘটনা ঘটেছে।