মাটির দুর্গম রাস্তা, পঞ্চায়েত প্রধান নেয়নি কোন ব্যবস্থা, এবার গ্রামের রাস্তা তৈরি করলেন খোদ বিধায়ক

আজ বালুরঘাটের কামারপাড়া এলাকায় তৃণমূল পঞ্চায়েত প্রধান গ্রামের পাকা রাস্তা করেননি বারবার অনুরোধ অভিযোগের পর ও , এবার খোদ বিজেপি বিধায়ক উদ্যোগী হয়ে রাস্তা করে দিলেন 
 

/ Updated: Aug 27 2022, 03:04 PM IST
Share this Video
  • FB
  • TW
  • Linkdin
  • Email

বালুরঘাটের কামারপাড়া এলাকায় এতদিন ছিল না পাকা রাস্তা | অতিকষ্টে মাটির রাস্তা দিয়ে চলাচল করত তারা | অনুরোধ অভিযোগের পর কোনও রকম পদক্ষেপ নেয়নি তৃণমূল পঞ্চায়েত প্রধান | এবার বিজেপি বিধায়ক ডঃ অশোক লাহিড়ী উদ্যোগী হয়ে রাস্তা করে দিলেন | রাস্তা উদ্বোধন করে তিনি বললেন 'বাড়ির দরজায় উন্নয়ন পৌঁছাতে হলে প্রয়োজন শুধুমাত্র সামান্য রাস্তার, রাস্তা তৈরী করে দিলেই উন্নয়ন নিজে থেকেই মানুষের কাছে পৌঁছে যাবে' | ঢালাই রাস্তা পেয়ে খুশি গ্রামবাসীরা