‘অকুতোভয়’ চিকিৎসক চন্দ্রনাথ অধিকারীর 'বিস্ফোরক'মন্তব্য 'চাপের মুখে পড়ে তিনি একাজ করেছেন'
‘অকুতোভয়’ চিকিৎসক চন্দ্রনাথ অধিকারীর 'বিস্ফোরক'মন্তব্য। সাদা কাগজে অনুব্রত মণ্ডলকে প্রেসক্রিপশন লিখে দিয়েছিলেন বোলপুর সুপার স্পেশালিটি হাসপাতালের চিকিৎসক চন্দ্রনাথ অধিকারী। পরে তিনি বলেছিলেন, সুপারের নির্দেশেই তিনি অনুব্রত মণ্ডলের ‘হেলথ চেক আপ’-এ গিয়েছিলেন। চাপের মুখে পড়েই তিনি সাদা কাগজে প্রেসক্রিপশন লিখে দিয়েছিলেন বলেও জানিয়েছিলেন। অনুব্রতকে ‘বেড রেস্ট’-এর পরামর্শ দিয়েছিলেন তিনি। চিকিৎসক চন্দ্রনাথ অধিকারী বলেন, চাপের মুখে পড়ে তিনি একাজ করেছেন। এই ঘটনায় সিউরির সাংসদ বিকাশ রায় চৌধুরীর নামও আজ তিনি বলেন। তিনি বলেন, 'অনুব্রত মণ্ডল ১৪ দিনের জন্য 'বেড রেস্ট' লেখার কথা বলেছিলেন'।
‘অকুতোভয়’ চিকিৎসক চন্দ্রনাথ অধিকারীর 'বিস্ফোরক'মন্তব্য। সাদা কাগজে অনুব্রত মণ্ডলকে প্রেসক্রিপশন লিখে দিয়েছিলেন বোলপুর সুপার স্পেশালিটি হাসপাতালের চিকিৎসক চন্দ্রনাথ অধিকারী। পরে তিনি বলেছিলেন, সুপারের নির্দেশেই তিনি অনুব্রত মণ্ডলের ‘হেলথ চেক আপ’-এ গিয়েছিলেন। চাপের মুখে পড়েই তিনি সাদা কাগজে প্রেসক্রিপশন লিখে দিয়েছিলেন বলেও জানিয়েছিলেন। অনুব্রতকে ‘বেড রেস্ট’-এর পরামর্শ দিয়েছিলেন তিনি। চিকিৎসক চন্দ্রনাথ অধিকারী বলেন, চাপের মুখে পড়ে তিনি একাজ করেছেন। এই ঘটনায় সিউরির সাংসদ বিকাশ রায় চৌধুরীর নামও আজ তিনি বলেন। তিনি বলেন, 'অনুব্রত মণ্ডল ১৪ দিনের জন্য 'বেড রেস্ট' লেখার কথা বলেছিলেন'।