অতি বৃষ্টির জের, শিলিগুড়িতে সব্জির দাম আকাশ ছোঁয়া, পকেটে টান মধ্যবিত্তের

উত্তরবঙ্গ জুড়ে লাগাতার বৃষ্টির জের। অগ্নিমূল্য রোজকার বাজারের সব্জির দাম। একদিকে রান্নার গ্যাসের দাম ছাড়িয়েছে ১০০০ টাকার উপর। আর এই আতি বৃষ্টির জেরে সব্জির বাজার অগ্নিমূল্য। দুইয়ে মিলে মধ্যবিত্তের পকেটে পড়ছে টান। শিলিগুড়ির সব্জির ব্যবসায়ীরা আতঙ্কিত সব্জির দাম বাড়ায়। সব্জির দাম বাড়ার কারন এই অতি বৃষ্টি। অনেক ব্যবসায়ী বাজারে দোকান খুলছেন না।

/ Updated: Jun 28 2022, 09:20 AM IST
Share this Video
  • FB
  • TW
  • Linkdin
  • Email

অগ্নিমূল্য রোজকার বাজারের সব্জির দাম। একদিকে রান্নার গ্যাসের দাম ছাড়িয়েছে ১০০০ টাকার উপর। আর এই আতি বৃষ্টির জেরে সব্জির বাজার অগ্নিমূল্য। দুইয়ে মিলে মধ্যবিত্তের পকেটে পড়ছে টান। শিলিগুড়ির সব্জির ব্যবসায়ীরা আতঙ্কিত সব্জির দাম বাড়ায়। সব্জির দাম বাড়ার কারন এই অতি বৃষ্টি। অনেক ব্যবসায়ী বাজারে দোকান খুলছেন না।