কুড়মি মাহাত সম্প্রদায়ের অবরোধের জের, চরম সমস্যায় ঝাড়গ্রামের চাষি থেকে সবজি ব্যবসায়ীরা
কুড়মি মাহাত সম্প্রদায়কে তপসিলি উপজাতিভুক্ত করা,কুড়মালি ভাষাকে সংবিধানের অষ্টম তপশিলের অন্তর্ভুক্ত করার দাবিতে বাংলা,ঝাড়খন্ড এবং উড়িষ্যায় অবরোধ কর্মসূচির ডাক দিয়েছে কুড়মি সমাজ । ফলে একপ্রকার যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে অরণ্য শহর ঝাড়গ্ৰাম, প্রভাব পড়েছে শহরের সবজি বাজারে। পচে নষ্ট হচ্ছে প্রচুর পরিমাণে কাঁচা সবজি।
কুড়মি মাহাত সম্প্রদায়কে তপসিলি উপজাতিভুক্ত করা সহ একাধিক দাবী | বাংলা,ঝাড়খন্ড এবং উড়িষ্যায় অবরোধ কর্মসূচির ডাক দিয়েছে কুড়মি সমাজ | ফলে একপ্রকার যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে অরণ্য শহর ঝাড়গ্ৰাম | প্রভাব পড়েছে শহরের সবজি বাজারে, পচে নষ্ট হচ্ছে প্রচুর পরিমাণে কাঁচা সবজি | চরম সমস্যায় ঝাড়গ্ৰামের সব্জী ব্যবসায়ী থেকে শুরু করে চাষিরা | এই অবরোধে যেমন কমেছে সবজি বাজারে কাঁচা সবজির জোগান তেমন যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ায় নেই সবজি বাজারে পাইকারি ক্রেতা | স্বাভাবিকভাবেই শুনশান ঝাড়গ্ৰাম সবজি মার্কেট