নাতনির জন্য কাপড়ের উপর সূচ-সুতো দিয়ে দুর্গা ফুটিয়ে তুলেলেন ঠাকুমা

দুর্গা পুজোয় (Durga puja) এবার এক অন্যরূপে মা দুর্গা। নাতনির কথা রাখতে দুর্গা বানালেন ঠাকুমা। তবে খড়-মাটি দিয়ে তৈরি হয়নি এই দুর্গা । নাতনির জন্য কাপড়ের দুর্গা বানালেন ঠাকুমা। বালুরঘাট (Balurghat) শহরের রথতলা পাড়ার বাসিন্দা রুপালী চক্রবর্তী। তিনি কাপড়ের উপর সূচ-সুতো দিয়ে দুর্গা ফুটিয়ে তুলেছেন। শুধু মা দুর্গাই নয় দুর্গার চার ছেলে মেয়েও রয়েছে সঙ্গে। বাড়িতেই কাপড়ের দুর্গা এবার পুজো করবেন তিনি। করোনার কথা মাথায় রেখেই তার এই উদ্যোগ। তার বানানো এই ঠাকুর দেখতে এখ ভিড় জমাচ্ছে পাড়া প্রতিবেশীরা।
 

/ Updated: Oct 02 2021, 10:02 PM IST
Share this Video
  • FB
  • TW
  • Linkdin
  • Email

দুর্গা পুজোয় (Durga puja) এবার এক অন্যরূপে মা দুর্গা। নাতনির কথা রাখতে দুর্গা বানালেন ঠাকুমা। তবে খড়-মাটি দিয়ে তৈরি হয়নি এই দুর্গা । নাতনির জন্য কাপড়ের দুর্গা বানালেন ঠাকুমা। বালুরঘাট (Balurghat) শহরের রথতলা পাড়ার বাসিন্দা রুপালী চক্রবর্তী। তিনি কাপড়ের উপর সূচ-সুতো দিয়ে দুর্গা ফুটিয়ে তুলেছেন। শুধু মা দুর্গাই নয় দুর্গার চার ছেলে মেয়েও রয়েছে সঙ্গে। বাড়িতেই কাপড়ের দুর্গা এবার পুজো করবেন তিনি। করোনার কথা মাথায় রেখেই তার এই উদ্যোগ। তার বানানো এই ঠাকুর দেখতে এখ ভিড় জমাচ্ছে পাড়া প্রতিবেশীরা।