বর্ধমানের রাজা শুরু করেছিলেন পুজো, আজও কাঠের কাঠামোর উপর রং দিয়ে আঁকা দেবী দুর্গাই পূজিত হন এখানে
বর্ধমানের (Bardhaman) রাজা শুরু করেছিলেন পটেশ্বরী দুর্গাপুজো। এই পুজো শুরু হয় প্রায় ৩৫০ বছর আগে। সময়ের সঙ্গে পুজোর জৌলুস কমলেও আজও চলে আসছে পুজো। তৎকালীন বর্ধমানের মহারাজ মহাতাব চাঁদ এই পুজো শুরু করেন। মহালয়ার (Mahalaya) পরের দিন থেকেই দুর্গাপুজো শুরু হয় সেখানে। মূর্তি গড়ে তবে এখানে পুজো হয়না। কাঠের কাঠামোর উপর রং দিয়ে দেবী দুর্গাকে (Durga puja 2021) ফুটিয়ে তোলা হয়। এখানে বাহন সিংহের জায়গায় থাকে ঘোড়া। নবমীর দিন রাতে সেখানকার নাটমন্দিরে ডাণ্ডিয়া নাচ হয়।
বর্ধমানের (Bardhaman) রাজা শুরু করেছিলেন পটেশ্বরী দুর্গাপুজো। এই পুজো শুরু হয় প্রায় ৩৫০ বছর আগে। সময়ের সঙ্গে পুজোর জৌলুস কমলেও আজও চলে আসছে পুজো। তৎকালীন বর্ধমানের মহারাজ মহাতাব চাঁদ এই পুজো শুরু করেন। মহালয়ার (Mahalaya) পরের দিন থেকেই দুর্গাপুজো শুরু হয় সেখানে। মূর্তি গড়ে তবে এখানে পুজো হয়না। কাঠের কাঠামোর উপর রং দিয়ে দেবী দুর্গাকে (Durga puja 2021) ফুটিয়ে তোলা হয়। এখানে বাহন সিংহের জায়গায় থাকে ঘোড়া। নবমীর দিন রাতে সেখানকার নাটমন্দিরে ডাণ্ডিয়া নাচ হয়।