'ইউনেস্কোকে ধন্যবাদ দিয়ে দুর্গোৎসবের সূচনা'- মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়
ইউনেস্কোর হেরিটেজ স্বীকৃতি কলকাতার দুর্গাপূজাকে, আজ নবান্নে সাংবাদিক সম্মেলনে বসে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বললেন কাল ইউনেস্কোকে ধন্যবাদ দিয়ে দুর্গোৎসবের সূচনা হবে
নবান্নে সাংবাদিক সম্মেলনে বসে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রথমেই মহামিছিল নিয়ে বক্তব্য রাখেন | ইউনেস্কোকে ধন্যবাদ দিতে মহামিছিলে সকলকে যোগদানের আহ্বান জানান | 'ইউনেস্কোকে থ্যাংকস দিয়ে দুর্গোৎসবের সূচনা'-মমতা | এইবারের দুর্গোৎসব এক মাস ধরে চলবে বলে জানালেন তিনি | মহামিছিল জোড়াসাঁকো ঠাকুরবাড়ি থেকে রেড রোড পর্যন্ত হবে বলে জানান তিনি | জেলায় জেলায় ও পালন হবে এই ইউনেস্কোকে ধন্যবাদ জ্ঞাপন মহামিছিল |