'ইউনেস্কোকে ধন্যবাদ দিয়ে দুর্গোৎসবের সূচনা'- মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়

ইউনেস্কোর হেরিটেজ স্বীকৃতি কলকাতার দুর্গাপূজাকে, আজ নবান্নে সাংবাদিক সম্মেলনে বসে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বললেন কাল ইউনেস্কোকে ধন্যবাদ দিয়ে দুর্গোৎসবের সূচনা হবে 

/ Updated: Aug 31 2022, 08:20 PM IST
Share this Video
  • FB
  • TW
  • Linkdin
  • Email

নবান্নে সাংবাদিক সম্মেলনে বসে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রথমেই মহামিছিল নিয়ে বক্তব্য রাখেন | ইউনেস্কোকে ধন্যবাদ দিতে মহামিছিলে সকলকে যোগদানের আহ্বান জানান | 'ইউনেস্কোকে থ্যাংকস দিয়ে দুর্গোৎসবের সূচনা'-মমতা | এইবারের দুর্গোৎসব এক মাস ধরে চলবে বলে জানালেন তিনি | মহামিছিল জোড়াসাঁকো ঠাকুরবাড়ি থেকে রেড রোড পর্যন্ত হবে বলে জানান তিনি | জেলায় জেলায় ও পালন হবে এই ইউনেস্কোকে ধন্যবাদ জ্ঞাপন মহামিছিল |