E-nuggets gaming app : এক ক্লিক-এ সর্বনাশ! এই মোবাইল গেমিং অ্যাপ সম্পূর্ণভাবে নিয়ন্ত্রিত হত বিদেশ থেকে
এক ক্লিক-এ সর্বনাশ! এভাবেই ই-নাগেটস গেমিং অ্যাপের মাধ্যমে দিনের পর দিন গ্রাহকদের টোপ দিয়ে সর্বস্ব লুঠ করা হত। গার্ডেনরিচের ব্যবসায়ী আমির খানের গ্রেফতারির পর থেকে একাধিক রহস্য উদঘাটন হচ্ছে। জানা গিয়েছে, এ দেশে তৈরি করা মোবাইল গেমিং অ্যাপ সম্পূর্ণভাবে নিয়ন্ত্রিত হত বিদেশ থেকে। সেখান থেকেই কমপিউটার কন্ট্রোলের মাধ্যমে গ্রাহকদের টোপ দেওয়া হত।
একের পর এক গ্রাহকের থেকে টাকা হাতিয়ে তাঁদের সর্বস্বান্ত করত আমির খানের এই চক্র। সল্টলেকের একটি অফিসে রেড করা হয়। সেখান থেকে মোট তিন হাজার সিম কার্ড বাজেয়াপ্ত করা হয়েছে। জানা গিয়েছে, এই এক একটি সিম কার্ডের সাহায্যে এক একটি ই-নাগেটস অ্যাপ নিয়ন্ত্রণ করা হত। বিদেশ থেকে রিমোটের সাহায্যে সেগুলি কন্ট্রোল করা হত। মোট ৫ জনকে গ্রেফতার করেছে কলকাতা পুলিশ।
Read more Articles on