বনধের প্রভাব নদিয়ায়, নবদ্বীপে বন্ধ থাকল ফেরি চলাচল

  • রাজ্য জুড়ে চলছে বাংলা বনধ
  • নদিয়াতেও পড়েছে তারই মিশ্র প্রভাব
  • বামেদের পাশাপাশি বনধে সামিল কংগ্রেসও
  • ৩৪ নম্বর জাতীয় সড়ক অবরোধ করে চলল বনধ

Share this Video

বাম ছাত্র যুবর নবান্ন অভিযানে পুলিশের লাঠিচার্জ কে কেন্দ্র করে শুক্রবার গোটা রাজ্য জুড়ে বন্ধ ডাকে সিপিএম। নদিয়াতেও পড়েছে এই বন্ধের মিশ্র প্রভাব। সকাল থেকেই রাস্তায় নেমেছে বনধ সমর্থনকারীরা। বনধের সমর্থনে চলে বাইক ব়্যালি। রাস্তা অবরোধের পাশাপাশি দোকানপাট বন্ধের আবেদন করেন সর্মথকরা। কৃষ্ণনগরে ৩৪ নম্বর জাতীয় সড়ক অবরোধ করে চলে বিক্ষোভ। অন্যদিকে, নবদ্বীপেও দীর্ঘক্ষণ বন্ধ থাকে ফেরি চলাচল। বন্ধের প্রভাব পড়ে নদিয়ার কৃষ্ণনগর, রানাঘাট, শান্তিপুরেও।

Related Video