জাতীয় সড়কে দাঁতালের তাণ্ডব, ভিডিও ভাইরাল

৬ নম্বর জাতীয় সড়কে ট্রাক থেকে চালের বস্তা বের করে চাল খাচ্ছে একটি হাতি, শুধু তাই নয়, সড়কের ওপরে আসতে যেতে প্রায় প্রতি গাড়িকেই আটকে খুঁজছে খাবার। এমনি চিত্র দেখা গেল ঝাড়গ্রাম জেলার লোধাশুলিতে।

/ Updated: Dec 19 2021, 06:06 PM IST
Share this Video
  • FB
  • TW
  • Linkdin
  • Email

৬নম্বর জাতীয় সড়কে দাঁতাল হাতির তাণ্ডব। ৬ নম্বর জাতীয় সড়কে ট্রাক থেকে চালের বস্তা বের করে চাল খেতে দেখা গেল একটি হাতিকে। শুধু তাই নয়, সড়কের ওপরে আসতে যেতে প্রায় প্রতি গাড়িকেই আটকে খাবার খুঁজতে থাকে হাতিটি। এমনি চিত্র দেখা গেল ঝাড়গ্রাম জেলার লোধাশুলিতে। শনিবার রাতে একটি দাঁতাল হাতির তাণ্ডবে আতঙ্ক ছড়িয়ে পড়ে ঝাড়গ্রাম জেলার ঝাড়গ্রাম ব্লকের লোধাশুলি এলাকায় ৬ নম্বর জাতীয় সড়কে। স্থানীয় সূত্রে জানা যায় যে, শনিবার রাত্রি প্রায় ৯ টা নাগাদ একটি দাঁতাল হাতি ঝাড়গ্রাম লোধাশুলি রাস্তার উপর দিয়ে পাঁচ নম্বর রাজ্য সড়ক দিয়ে ৬ নম্বর জাতীয় সড়কের লোধাশুলিতে গিয়ে তাণ্ডব শুরু করে। দাঁড়িয়ে থাকা একটি ট্রাক থেকে চালের বস্তা বের করে হাতিটি খায়। যার জেরে ৬ নম্বর জাতীয় সড়কে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায় বেশ কিছুক্ষণের জন্য। হাতির হানার খবর পেয়ে ঘটনাস্থলে যায় বন বিভাগের কর্মীরা। পরে বনকর্মী ও এলাকাবাসীদের সহযোগীতায় হাতিটিকে জঙ্গলের দিকে পাঠানো হয়।