Elephant: চা বাগানের মধ্যেই সন্তান প্রসব হস্তিনীর, দেখে নিন হস্তিনির মা হওয়ার সেই সুন্দর মুহূর্তের ভিডিও

চা বাগানের ভিতর একটি সন্তান প্রসব একটি মাদা হাতির। ঘটনাটি শিলিগুড়ি মহকুমার নকশালবাড়ি এলাকার মহাসিংজোতের একটি চা বাগানের। বৃহস্পতিবার ভোরে স্থানীয় বাসিন্দারা হাতির আওয়াজ পেয়ে বেরিয়ে এসে দেখে একটি মাদা হাতি একটি বাচ্চা প্রসব করেছে।

/ Updated: Nov 20 2021, 06:54 PM IST

Share this Video
  • FB
  • TW
  • Linkdin
  • Email

 চা বাগানের ভিতর একটি সন্তান প্রসব একটি মাদা হাতির। ঘটনাটি শিলিগুড়ি মহকুমার নকশালবাড়ি এলাকার মহাসিংজোতের একটি চা বাগানের। বৃহস্পতিবার ভোরে স্থানীয় বাসিন্দারা হাতির আওয়াজ পেয়ে বেরিয়ে এসে দেখে একটি মাদা হাতি একটি বাচ্চা প্রসব করেছে। সঙ্গে বনদফতরে খবর দেয় তারা। পরে বনকর্মীরা ঘটনাস্থলে পৌঁছে গোটা এলাকা সিজ করে দেয় যাতে জনতার ভিড় হাতটি বা সদ্যজাতকে বিরক্ত না করে। পরে হাতিটি  সদ্যজাত শাবককে নিয়ে নিজেই বকগডোগরার জঙ্গলে ফিরে যায়। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বুধবার রাতের দিকে প্রায় ৩০ টি হাতির একটি দল ওই অঞ্চল যায়। দলের হাতিদের মধ্যেই একটি মাদা হাতি সন্তান সম্ভাবনা ছিল। ভোর রাতের দিকে চা বাগানের একটি শাবকের জন্ম দেয় সে। দলের  অন্য হাতিরা ভোরের আলো ফোটার আগে বাগান পরিত্যাগ করলেও শিশু হাতিটিকে নিয়ে সকাল পর্যন্ত চা বাগানেই আটকে থাকে সে। শিশু হাতিটিকে হাঁটা শেখানো পর্যন্ত সেখানেই থাকে মা ও শিশু। ঘটনাস্থলে পৌঁছায় বন দফতরের কর্মীরা। মা ও শিশু হাতিটিকে পর্যবেক্ষণে রাখে বন বিভাগ। সকালের আলো ফুটতেই বাচ্চা হাতিটিকে নিয়ে বাগডোগরারা জঙ্গলের ফিরে যায়।