ট্রেন আটকে ইঞ্জিনে ধাক্কা হাতির, ঠান্ডা মাথায় সামলালেন দুই চালক, দেখুন ভিডিও

  • শিলিগুড়ির কাছে মহানন্দা অভয়অরণ্যের ঘটনা
  • প্যাসেঞ্জার ট্রেনের পথ আটকে বুনো হাতি
  • হাতিকে বাঁচাতে ট্রেন থামান দুই চালক
  • ট্রেনে এসে ধাক্কা হাতির
/ Updated: Aug 06 2019, 02:16 PM IST
Share this Video
  • FB
  • TW
  • Linkdin
  • Email


মহানন্দা অভয়অরণ্যের ভিতরের জঙ্গলে ঘেরা পথ দিয়ে ছুটছিল ট্রেন। আচমকাই দুই চালক দেখতে পান, লাইনের ধারেই দাঁড়িয়ে রয়েছে একটি বড়সড় বুনো হাতি। সঙ্গে সঙ্গে আপতকালীন ব্রেক কষে ট্রেন থামান দুই চালক। কিন্তু বিপত্তি এর পরেই। ট্রেনকে পথে ছেড়ে দেওয়া দূরে থাক, উল্টে ট্রেনের ইঞ্জিনে এসে ধাক্কা দিতে শুরু করে ঐরাবত। শেষ পর্যন্ত বুদ্ধি করে ট্রেনের হর্ন বাজান দুই চালক। আর তাতেই কিছুটা ঘাবড়ে গিয়ে ধীরে ধীরে জঙ্গলে ঢুকে যায় হাতিটি।

এ দিন সকাল ৬. ৪০ নাগাদ এই ঘটনা ঘটে গুলমা এবং সেবক রোড স্টেশনের মাঝে। গোটা ঘটনার ভিডিও প্রকাশ করেছে রেল দফতর। চালক বিপ্লবকান্তি দাস এবং তাঁর সহকারী এন কে সিং শিলিগুড়ি- দিনহাটা প্যাসেঞ্জার ট্রেনটি নিয়ে চালিয়ে নিয়ে যাচ্ছিলেন। তখনই হাতিটিকে দেখতে পান তাঁরা। বুনো হাতি এসে ইঞ্জিনে ধাক্কা মারলেও ঠান্ডা মাথায় পরিস্থিতি সামাল দেন দুই চালক। প্রায় দশ মিনিট আটকে থাকার পরে ফের ট্রেন নিয়ে গন্তব্যের উদ্দেশ্যে রওনা দেন তাঁরা।