ইঞ্জিনিয়ারিং পড়ুয়ার কাছে বন্দুক- গুলি, দুর্গাপুরে হাতেনাতে গ্রেফতার, দেখুন ভিডিও

  • দুর্গাপুর নিউটিউনশিপ থানা এলাকার ঘটনা
  • বেসরকারি ইঞ্জিনিয়ারিং কলেজের ছাত্রের কাছে উদ্ধার বন্দুক, গুলি
     
/ Updated: Aug 21 2019, 11:18 PM IST
Share this Video
  • FB
  • TW
  • Linkdin
  • Email

দুর্গাপুরের একটি বেসরকারি ইঞ্জিনিয়ারিং কলেজের ছাত্রকে আগ্নেয়াস্ত্র- সহ গ্রেফতার করল নিউটাউনশিপ থানার পুলিশ। ওই ছাত্রের সঙ্গে তাঁর আরও এক সঙ্গীকেও গ্রেফতার করেছে পুলিশ। ধৃত ইঞ্জিনিয়ারিং পড়ুয়ার নাম সোহম চট্টোপাধ্যায়। সে একটি  বেসরকারি ইঞ্জিনিয়ারিং কলেজের ইলেকট্রনিক্স বিভাগের চতুর্থ বর্ষের ছাত্র। ওই ছাত্র দুর্গাপুরের এমএএমসি টাউনশিপের বাসিন্দা বলে জানা গিয়েছে। ধৃত অন্য যুবকের নাম নয়ন দে। তল্লাশি চালিয়ে পুলিশ ওই ছাত্রের কাছ থেকে একটি অত্যাধুনিক মানের দেশীয় সিক্স শাটার পাইপগান- সহ চারটি গুলি উদ্ধার করেছে। এত অত্যাধুনিক আগ্নেয়াস্ত্র কীভাবে ওই ছাত্রের হাতে  এল, পুলিশ তার তদন্ত শুরু করেছে।
.
নিউটাউনশিপ থানার অফিসার ইন চার্জ বিজন সমাদ্দার জানান, 'মঙ্গলবার রাতে গোপন সূত্রে খবর পেয়ে বিধাননগরের অমরাবতীর ভিতরে একটি জায়গা থেকে সোহম চট্টোপাধ্যায় ও নয়ন দে কে গ্রেপ্তার করা হয়। বেশ কিছুদিন ধরেই ওই দুই যুবক এলাকায় দাপিয়ে বেড়াচ্ছে বলে আমাদের কাছে খবর আসছিল। তখন থেকেই ওদের ওপর পুলিশের নজরদারি ছিল।'