তোর্ষা নদীর ভাঙন অব্যাহত, নদীগর্ভে জমি,ঘরবাড়ি

বৃষ্টির পরিমাণ বেশি হওয়ায় ভয়ঙ্কর রূপ ধারণ করেছে তোর্ষা, ইতি মধ্যে জমি,ঘরবাড়ি তলিয়ে গেছে নদীগর্ভে
 

/ Updated: Aug 13 2022, 12:34 PM IST
Share this Video
  • FB
  • TW
  • Linkdin
  • Email

উত্তরবঙ্গে বেশি বৃষ্টিপাত হওয়ার কারনে তোর্ষা নদীতে ভাঙন দেখা গিয়েছে | নদী ভাঙনের কারণে অনেক জমি তলিয়ে গিয়েছে | ফরেস্ট লাইন এলাকায় তোর্ষা নদীর অনবরত ভাঙন চলছে | আতঙ্কে রয়েছে এলাকাবাসীরা | প্রশাসনের দরজায় কড়া নেড়েছেন এলাকাবাসীরা | "পঞ্চায়েতের তরফে যতটুকু কাজ করা সম্ভব হবে ততটুকু করা হবে' জানান মালঙ্গি গ্রাম পঞ্চায়েতের প্রধান | তিনি আরও জানান 'এই বিষয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হবে' |