তোর্ষা নদীর ভাঙন অব্যাহত, নদীগর্ভে জমি,ঘরবাড়ি
বৃষ্টির পরিমাণ বেশি হওয়ায় ভয়ঙ্কর রূপ ধারণ করেছে তোর্ষা, ইতি মধ্যে জমি,ঘরবাড়ি তলিয়ে গেছে নদীগর্ভে
উত্তরবঙ্গে বেশি বৃষ্টিপাত হওয়ার কারনে তোর্ষা নদীতে ভাঙন দেখা গিয়েছে | নদী ভাঙনের কারণে অনেক জমি তলিয়ে গিয়েছে | ফরেস্ট লাইন এলাকায় তোর্ষা নদীর অনবরত ভাঙন চলছে | আতঙ্কে রয়েছে এলাকাবাসীরা | প্রশাসনের দরজায় কড়া নেড়েছেন এলাকাবাসীরা | "পঞ্চায়েতের তরফে যতটুকু কাজ করা সম্ভব হবে ততটুকু করা হবে' জানান মালঙ্গি গ্রাম পঞ্চায়েতের প্রধান | তিনি আরও জানান 'এই বিষয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হবে' |