'প্রতি দুমাস অন্তর অন্তর ক্যাবিনেট রিশাফল হবে, এত উইকেট পড়বে' মন্তব্য শুভেন্দু অধিকারী'র

বিস্ফোরক শুভেন্দু অধিকারী। 'এরা সরাসরি ভোট পরবর্তী হিংসায় অভিযুক্ত'। রাজ্যের নতুন মন্ত্রীদের শপথ গ্রহনের দিনেই বিধানসভার বাইরে বিস্ফোরক মন্তব্য বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী'র। এদিন তিনি বলেন, আপনারা জানেন, এনএইচআরসি, হাইকোর্টে জমা দেওয়া রিপোর্টে যাদের নাম জমা পড়েছিল, তাঁদের মধ্যে এই দুজন ক্যাবিনেট মন্ত্রী আছেন । এখন ওখানে গিয়ে তো এগুলি আর বলা যেত না, নমষ্কার করতে হতো। হাসি মুখ রাখতে হত। সনাতনীরা খুব আঘাত পেতেন, তাই যায়নি।' 'প্রতি দুমাস অন্তর অন্তর ক্যাবিনেট রিশাফল হবে, এত উইকেট পড়বে...'। 

| Updated : Aug 04 2022, 03:19 PM
Share this Video
  • FB
  • TW
  • Linkdin
  • Email

বিস্ফোরক শুভেন্দু অধিকারী। 'এরা সরাসরি ভোট পরবর্তী হিংসায় অভিযুক্ত'। রাজ্যের নতুন মন্ত্রীদের শপথ গ্রহনের দিনেই বিধানসভার বাইরে বিস্ফোরক মন্তব্য বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী'র। এদিন তিনি বলেন, আপনারা জানেন, এনএইচআরসি, হাইকোর্টে জমা দেওয়া রিপোর্টে যাদের নাম জমা পড়েছিল, তাঁদের মধ্যে এই দুজন ক্যাবিনেট মন্ত্রী আছেন । এখন ওখানে গিয়ে তো এগুলি আর বলা যেত না, নমষ্কার করতে হতো। হাসি মুখ রাখতে হত। সনাতনীরা খুব আঘাত পেতেন, তাই যায়নি।' 'প্রতি দুমাস অন্তর অন্তর ক্যাবিনেট রিশাফল হবে, এত উইকেট পড়বে...'। 

Related Video