দীঘার সৈকত থেকে মৎস্যজীবীদের জালে কোটি টাকার 'তেলিয়া ভোলা' মাছ
মৎস্যজীবীদের জালে কোটি টাকার 'তেলিয়া ভোলা' মাছ। শনিবার মোট ১২০টি তেলিয়া ভোলা মাছ ওঠে মৎস্যজীবীদের জালে। জানাগিয়েছে, এই পরিমাণ মাছের বাজার মূল্য প্রায় কোটি টাকা। দিঘার মোহনা থেকে পাওয়া গিয়েছে এই মাছ। বিশ্বেশ্বরী ট্রলার থেকে উঠেছে এই মাছ।
মৎস্যজীবীদের জালে কোটি টাকার 'তেলিয়া ভোলা' মাছ। শনিবার মোট ১২০টি তেলিয়া ভোলা মাছ ওঠে মৎস্যজীবীদের জালে। জানাগিয়েছে, এই পরিমাণ মাছের বাজার মূল্য প্রায় কোটি টাকা। দিঘার মোহনা থেকে পাওয়া গিয়েছে এই মাছ। বিশ্বেশ্বরী ট্রলার থেকে উঠেছে এই মাছ। এই মাছ সাধারণত গভীর সমুদ্রে পাওয়া যায়। এক একটি মাছের ওজন ১৭ থেকে ১৮ কেজি। প্রসঙ্গত, পূর্ব ভারতের অন্যতম বৃহত্তম মাছের মৎস্য নিলাম কেন্দ্র পূর্ব মেদিনীপুরের দিঘা মোহনা। সেখানেই শনিবার কয়েক কোটি টাকার তেলিয়া ভোলা মাছ উঠেছে বলে জানা গিয়েছে। শনিবার মোট ১২০টি তেলিয়া ভোলা ওঠে মৎস্যজীবীদের জালে। যার এক একটির ওজন প্রায় ১৭ থেকে ১৮ কেজি। এই মাছের বাজারমূল্য কয়েক কোটি টাকা বলেই জানাচ্ছেন মৎস্যজীবীরা। জানা গিয়েছে বিশ্বেশ্বরী ট্রলার থেকে উঠেছে এই মাছ। এই মাছ সাধারণত গভীর সমুদ্রে পাওয়া যায়। এই প্রথম একসঙ্গে একটি ট্রলারে এতগুলি তেলিয়া ভোলা দেখতে পাওয়া গিয়েছে।