৩টি বগিকে পিছনে ফেলেই ছুটল ট্রেন, বেলদা স্টেশনে ছড়াল আতঙ্ক
চলন্ত এক্সপ্রেস থেকে বগি খুলে যাওয়ায় ঘটল বিপত্তি। শনিবার দুপুরে বেলদা স্টেশনের কাছে ঘটে এই ঘটনা। ১২৭০৪ ডাউন ফলকনামা এক্সপ্রেসের বগি আচমকাই খুলে যায়। একটি এসি ও দুটি জেনারেল বগি ট্রেন থেকে খুলে যায়। একটি এসি ও দুটি জেনারেল বগি ট্রেন থেকে খুলে যায়। ঘটনায় আতঙ্কিত হয়ে পড়েন ট্রেনের যাত্রীরা।
চলন্ত এক্সপ্রেস থেকে বগি খুলে যাওয়ায় ঘটল বিপত্তি। শনিবার দুপুরে বেলদা স্টেশনের কাছে ঘটে এই ঘটনা। ১২৭০৪ ডাউন ফলকনামা এক্সপ্রেসের বগি আচমকাই খুলে যায়। একটি এসি ও দুটি জেনারেল বগি ট্রেন থেকে খুলে যায়। একটি এসি ও দুটি জেনারেল বগি ট্রেন থেকে খুলে যায়। ঘটনায় আতঙ্কিত হয়ে পড়েন ট্রেনের যাত্রীরা। ১২৭০৪ ডাউন ফলকনামা এক্সপ্রেস বেলদা স্টেশনের কাছে পেছনে তিনটি বগি খুলে যাওয়ায় বিপত্তি ।শনিবার দুপুরে ফলকনামা এক্সপ্রেসের একটি এসি ও দুটি জেনারেল বগি ট্রেন থেকে খুলে যাওয়ায় আটকে থেকে যায় ট্রেনের এই তিনটি বগি। ইঞ্জিন সহ বাকি ২২ টি বগি প্রায় এক কিলোমিটার এগিয়ে যায় পরে চালকের তৎপরতায় এমার্জেন্সি ব্রেক দিয়ে দাঁড় করানো হয় গাড়িটিকে। এরপর ইঞ্জিনিয়ার এসে ট্রেনের বাকি সমস্ত বগি জুড়ে দেওয়ায় প্রায় ৪৫ মিনিট পর গন্তব্যের উদ্দেশ্যে রওনা দেয় ফলকনামা এক্সপ্রেস ট্রেনটি সেকেন্দ্রাবাদ থেকে হাওড়া দিকে যাচ্ছিল সেই সময় বেলদা স্টেশনের কাছে ঘটে এই ঘটনা। আর এর জন্য সাময়িকভাবে বিপর্যস্ত হয় ট্রেন চলাচল সাবধানতার কারণে আপডাউন দুটি লাইনেই বন্ধ করে দেওয়া হয় ট্রেন চলাচল।