Sitai: গরু পাচারের মিথ্যে অভিযোগে ফাঁসানো হচ্ছে, সিতাই গুলিকাণ্ডে দাবি মৃতের পরিবারের
শুক্রবার সকালে কোচবিহার (Cooch Behar) সিতাই ব্লকের সীমান্তবর্তী এলাকায় বিএসএফের (BSF) গুলিতে মৃত্যু হল তিন গ্রামবাসীর। চাঞ্চল্যকর এ ঘটনাটি ঘটেছে সিতাই বিধানসভার অন্তর্গত চামটা গ্রাম পঞ্চায়েতের গুঞ্জোরিরচওড়া এলাকায় বাংলাদেশ সীমান্তের ২৯ নং গেটের সামনে। সূত্রে খবর, নিহতদের মধ্যে দুজন বাংলাদেশী নাগরিক ও একজন ভারতীয়। বিএসএফ সূত্রে অভিযোগ, নিহত ব্যক্তিরা গরু পাচারের সঙ্গে যুক্ত। সেই অভিযোগই মানতে নারাজ মৃতের পরিবার। সিতাই গুলিকাণ্ডে বিএসএফ-এর দিকে আঙুল পরিবারের। মৃত প্রকাশ বর্মণের পরিবার বিএসএফ-কে অভিযুক্ত করল। বৃহস্পতিবার রাতে শামট গ্রামের বাসিন্দা প্রকাশ নিহত হন। সকালে প্রকাশের দেহ মেলে ইন্দো-বাংলা সীমান্তের কাঁটাতারের পাশে। বিএসএফ-এর অভিযোগ গরু পাচারের সময় গুলি চলেছিল। অভিযোগ গরু পাচারকারীদের দলে ছিল প্রকাশ বর্মণ। যদিও বিএসএফ-এর দাবি মানতে রাজি নয় প্রকাশের পরিবার। এই ঘটনায় আরও ২ জনের মৃত্যু, এরা বাংলাদেশি বলে জানা গিয়েছে। প্রকাশের পরিবারের দাবি, রাতে কেউ এসে প্রকাশকে ডাকে। কাজ আছে এই বলে নাকি প্রকাশকে নিয়ে যাওয়া হয়েছিল। সকালে সীমান্তের কাছে প্রকাশের গুলিবিদ্ধ দেহ উদ্ধার হয়।
শুক্রবার সকালে কোচবিহার (Cooch Behar) সিতাই ব্লকের সীমান্তবর্তী এলাকায় বিএসএফের (BSF) গুলিতে মৃত্যু হল তিন গ্রামবাসীর। চাঞ্চল্যকর এ ঘটনাটি ঘটেছে সিতাই বিধানসভার অন্তর্গত চামটা গ্রাম পঞ্চায়েতের গুঞ্জোরিরচওড়া এলাকায় বাংলাদেশ সীমান্তের ২৯ নং গেটের সামনে। সূত্রে খবর, নিহতদের মধ্যে দুজন বাংলাদেশী নাগরিক ও একজন ভারতীয়। বিএসএফ সূত্রে অভিযোগ, নিহত ব্যক্তিরা গরু পাচারের সঙ্গে যুক্ত। সেই অভিযোগই মানতে নারাজ মৃতের পরিবার। সিতাই গুলিকাণ্ডে বিএসএফ-এর দিকে আঙুল পরিবারের। মৃত প্রকাশ বর্মণের পরিবার বিএসএফ-কে অভিযুক্ত করল। বৃহস্পতিবার রাতে শামট গ্রামের বাসিন্দা প্রকাশ নিহত হন। সকালে প্রকাশের দেহ মেলে ইন্দো-বাংলা সীমান্তের কাঁটাতারের পাশে। বিএসএফ-এর অভিযোগ গরু পাচারের সময় গুলি চলেছিল। অভিযোগ গরু পাচারকারীদের দলে ছিল প্রকাশ বর্মণ। যদিও বিএসএফ-এর দাবি মানতে রাজি নয় প্রকাশের পরিবার। এই ঘটনায় আরও ২ জনের মৃত্যু, এরা বাংলাদেশি বলে জানা গিয়েছে। প্রকাশের পরিবারের দাবি, রাতে কেউ এসে প্রকাশকে ডাকে। কাজ আছে এই বলে নাকি প্রকাশকে নিয়ে যাওয়া হয়েছিল। সকালে সীমান্তের কাছে প্রকাশের গুলিবিদ্ধ দেহ উদ্ধার হয়।