ইয়ার্কি থেকে মারামারি, তারপরে মৃত্যু একাদশ শ্রেণির এক ছাত্রের

সায়ন ও মলয় হালদার দুই বন্ধু ক্লাসের মধ্যে দুজনে বসে ইয়ার্কি করছিল, কোন একটা কথা প্রসঙ্গে উভয় উভয়ের বাপ তুলে কথা বলে | সেই সময় সায়ন মলয় কে মাথায় আঘাত করে | তখনই মাতিতে লুটিয়ে পড়ে মলয়

/ Updated: Jul 04 2022, 07:42 PM IST
Share this Video
  • FB
  • TW
  • Linkdin
  • Email

সায়ন ও মলয় হালদার দুই বন্ধু ক্লাসের মধ্যে দুজনে বসে ইয়ার্কি করছিল, কোন একটা কথা প্রসঙ্গে উভয় উভয়ের বাপ তুলে কথা বলে | সেই সময় সায়ন মলয় কে মাথায় আঘাত করে | তখনই মাতিতে লুটিয়ে পড়ে মলয় | তাকে ডায়মন্ড হারবার জেলা হাসপাতালে আনা হলে ডাক্তাররা তাকে মৃত বলে ঘোষণা করেন | কি কারণে এই  গন্ডগোলের সূত্রপাত তদন্তে ডায়মন্ড হারবার থানার পুলিশ | গোটা ঘটনায় শোকের ছায়া নেমে আসে, ঘটনাস্থলে আসে পৌরসভার চেয়ারম্যান প্রণব কান্তি দাস সহ অন্যান্য কাউন্সিলররা