এপিজে হাউসের ৫ তলায় আগুন, ঘটনাস্থলে পৌঁছোয় দমকলের ১২ টি ইঞ্জিন

  • পার্কস্ট্রিটের এপিজে হাউসে বিধ্বংসী আগুন
  • এপিজে হাউসের ৫ তলায় আগুন লেগে যায় 
  • ওষুধের সংস্থায় আগুন লেগে যায় বলে জানা গিয়েছে
  • ঘটনাস্থলে পৌঁছোয় দমকলের ১২ টি ইঞ্জিন

Share this Video

পার্ক স্ট্রিটের এপিজে হাউসে বিধ্বংসী আগুন। এপিজে হাউসের ৫ তলায় আগুন লেগে যায়। ওষুধের সংস্থায় আগুন লেগে যায় বলে জানা গিয়েছে। ঘটনাস্থলে পৌঁছোয় দমকলের ১২ টি ইঞ্জিন। ঘটনাস্থলে পৌঁছোন দমকলমন্ত্রী সুজিত বসু। আগুন নেভাতে সেখানে ল্যাডারের ব্যবহার করা হয়। কী ভাবে আগুন লেগেছিল তা এখনও জানা যায়নি। আগুনের জেরে হতাহতের কোনও খবর নেই। 

Related Video