কেকে প্রয়াণে অব্যবস্থার অভিযোগ ওড়ালেন ফিরহাদ
নজরুল মঞ্চে কোনও অব্যবস্থা ছিল না, এসি সব ঠিক ছিল। প্রয়োজনের থেকে বেশি মানুষ ঢুকে পড়েছিল অডিটোরিয়ামে। সমস্ত দরজা খুলে দিতে হয়েছিল বিপজ্জনক পরিস্থিতি এড়াতে। কেকে-র প্রয়াণে প্রতিক্রিয়া দিতে গিয়ে বললেন ফিরহাদ হাকিম। ফিরহাদ জানিয়েছেন যুব সমাজের কাছে কেকে-র জনপ্রিয়তা বিপুল
নজরুল মঞ্চে কোনও অব্যবস্থা ছিল না, এসি সব ঠিক ছিল। প্রয়োজনের থেকে বেশি মানুষ ঢুকে পড়েছিল অডিটোরিয়ামে। সমস্ত দরজা খুলে দিতে হয়েছিল বিপজ্জনক পরিস্থিতি এড়াতে। কেকে-র প্রয়াণে প্রতিক্রিয়া দিতে গিয়ে বললেন ফিরহাদ হাকিম। ফিরহাদ জানিয়েছেন যুব সমাজের কাছে কেকে-র জনপ্রিয়তা বিপুল
যার জেরে পাগলের মতো যুবক-যুবতী, তরুণ-তরুণীরা ভিড় করেছিল। এরা সকলেই নিরিহ সহ ছাত্র-ছাত্রী, এদের উপর পুলিশি দমন সম্ভব ছিল না। নজরুল মঞ্চের সমস্ত এসি একদম ঠিক রয়েছে, কোনও এসি খারাপ ছিল না। সংবাদমাধ্যমের সামনে দাবি করলেন কলকাতার মেয়র ফিরহাদ হাকিম। কেকে-র প্রয়াণ অত্যন্ত দুঃখজনক বলেই মনে করছেন ফিরহাদ হাকিম।