পাঁচ হাজার মানুষ একসঙ্গে গীতা পাঠ করলেন ইসকন মন্দিরে, দেখুন ভিডিও
- মায়াপুরের ইসকন মন্দিরে গীতা জয়ন্তী দিবস
- দেশ বিদেশের ভক্তরা অংশ নেন উৎসবে
- পাঁচ হাজার মানুষ একসঙ্গে গীতা পাঠ করেন
প্রায় পাঁচ হাজার মানুষ একসঙ্গে গীতা পাঠ করছেন। গীতা জয়ন্তী দিবস উপলক্ষে এমনই দৃশ্যের সাক্ষী থাকল মায়াপুরের ইসকন মন্দির। প্রায় পাঁচ হাজার বছর আগে আজকের দিনেই কুরুক্ষেত্রের যুদ্ধে অর্জুনকে জ্ঞান দান করেছিলেন ভগবান শ্রীকৃষ্ণ। সেই দিনটিকে স্মরণ করেই প্রতিবছর পালিত হয় গীতা জয়ন্তী উৎসব।
এ বছরও ৪ ডিসেম্বর থেকে এই উৎসব শুরু হয়েছিল ইসকন মন্দিরে। পাঁচ দিনের উৎসবে রবিবারই ছিল শেষ দিন। দেশ বিদেশ থাকা আসা ভক্তরা এ দিন একযোগে গীতা পাঠ করেন। অনুষ্ঠানে অংশ নিয়েছিলেন গীতা বিশেষজ্ঞরাও। এর পাশাপাশি বিভিন্ন সাংস্কৃতিক উৎসবরেও আয়োজন করা হয়েছিল ইসকন মন্দিরে।