বাড়ছে বুলবুলের দাপট, ইছামতীতে ডুবছে ভাসমান রেস্তোরাঁ
পর্যটনকেন্দ্র হিসাবে টাকির জনপ্রিয়তা ক্রমেই বাড়ছে। ছুটি কাটাতে বহু মানুষ আসেন এখানে। ২০১৬ সালে ৬০ লক্ষ টাকা খরচ করে টাকি পুরসভার উদ্যোগে এখানে একটি ভাসমান রেস্তোরাঁ তৈরির কাজ শুরু হয়। কিন্তু চালু হওয়ার আগেই ক্রমে রক্ষণবেক্ষণের অভাবে সেই রেস্তোরাঁ আজ তলিয়ে যাচ্ছে ইছামতী নদীতে। বিষয়টিতে হতবার স্থানীয় বাসিন্দা থেকে পর্যটকরা। পুরো বিষয়টিতে টাকি পুরসভার দিকেই অভিযোগের আঙুল তুলছেন তাঁরা। শুক্রবার রাত থেকেই পশ্চিমবঙ্গে শুরু হয়েছে বুলবুলের দাপট। বাড়ছে ইছামতীর জল। তাতে আরও তলিয়ে যাচ্ছে এই স্বপ্নের রেস্তোরাঁ।
পর্যটনকেন্দ্র হিসাবে টাকির জনপ্রিয়তা ক্রমেই বাড়ছে। ছুটি কাটাতে বহু মানুষ আসেন এখানে। ২০১৬ সালে ৬০ লক্ষ টাকা খরচ করে টাকি পুরসভার উদ্যোগে এখানে একটি ভাসমান রেস্তোরাঁ তৈরির কাজ শুরু হয়। কিন্তু চালু হওয়ার আগেই ক্রমে রক্ষণবেক্ষণের অভাবে সেই রেস্তোরাঁ আজ তলিয়ে যাচ্ছে ইছামতী নদীতে। বিষয়টিতে হতবার স্থানীয় বাসিন্দা থেকে পর্যটকরা। পুরো বিষয়টিতে টাকি পুরসভার দিকেই অভিযোগের আঙুল তুলছেন তাঁরা। শুক্রবার রাত থেকেই পশ্চিমবঙ্গে শুরু হয়েছে বুলবুলের দাপট। বাড়ছে ইছামতীর জল। তাতে আরও তলিয়ে যাচ্ছে এই স্বপ্নের রেস্তোরাঁ।