জলের তোড়ে ভাঙছে রাস্তা, সেতু, প্রবল বৃষ্টিতে বিপর্যস্ত ডুয়ার্স, দেখুন ভিডিও
- একটানা বৃষ্টিতে বিপর্যস্ত ডুয়ার্স
- নাগরাকাটা, মালে বহু মানুষ জলবন্দি
- ভেঙেছে রাস্তা, সেতু উপর দিয়ে বইছে নদীর জল
প্রবল বৃষ্টিতে বিপর্যস্ত ডুয়ার্স। কোথাও জলের তোড়ে ভাঙছে রাস্তা, কোথাও আবার সেতুর উপর দিয়ে বইছে নদী। সুখানি নদীর জল বেড়ে গিয়ে নাগরাকাটা যাওয়ার সুখানি সেতু জলের তোড়ে ভেঙে গিয়েছে। জলমগ্ন হয়ে পড়েছে থানাপাড়া, এক্সচেঞ্জপাড়া, বাঁশবাড়ি, ছড়ছড়িয়া মোড়-সহ বিভিন্ন এলাকা। যার জেরে সমস্যায় পড়েছেন কয়েক হাজার মানুষ। মাল ব্লকে কুমলাই ও চেল নদীর বাঁধ ভেঙে গিয়ে গ্রামে জল ঢুকে পড়ে জলমগ্ন হয়ে পড়েছে পাঁচশোটি পরিবার। নাগরাকাটা ব্লকে বহু জায়গায় জলবন্দি হয়ে পড়েছেন মানুষ। ক্ষতিগ্রস্ত হয়েছে সেতু, কালভার্ট। এমন কী, সুখানি সেতুর উপর দিয়ে নদীর জল প্রবল স্রোতে বইতে থাকায় নাগরাকাটা থেকে বিচ্ছিন্ন হয়ে পড়েছে মনমোহনপাড়া। সমস্যায় পড়েছেন রোগীরাও। প্রশাসনের তরফে কোনও ব্যবস্থা নেওয়া হচ্ছে না বলেও অভিযোগ করেছেন স্থানীয়রা।
তবে ডুয়ার্সে বন্যা পরিস্থিতি তৈরি হলেও উত্তরবঙ্গের অন্যান্য অংশে পরিস্থিতি অনেকটাই ভাল বলে জানা গিয়েছে। আলিপুরদুয়ারে বৃষ্টি চললেও পরিস্থিতি নিয়ন্ত্রণেই রয়েছে।