Bear: তিস্তা উদ্যানে বন্যপ্রাণীর পায়ের ছাপ, জলপাইগুড়িতে ছড়াল আতঙ্ক

জলপাইগুড়িতে ছড়াল ভাল্লুকের আতঙ্ক। সূত্রের খবর, মঙ্গলবার সকালে জলপাইগুড়ির তিস্তা উদ্যান ও সংলগ্ন এলাকায় অজানা প্রাণীর পায়ের ছাপ দেখতে পান সেখানে কর্মরত বনবিভাগের কর্মীরা। বনবিভাগের আধিকারীকদের প্রাথমিক অনুমান ভাল্লুকের পায়ের ছাপ। 

Share this Video

জলপাইগুড়িতে ছড়াল ভাল্লুকের আতঙ্ক। সূত্রের খবর, মঙ্গলবার সকালে জলপাইগুড়ির তিস্তা উদ্যান ও সংলগ্ন এলাকায় অজানা প্রাণীর পায়ের ছাপ দেখতে পান সেখানে কর্মরত বনবিভাগের কর্মীরা। বনবিভাগের আধিকারীকদের প্রাথমিক অনুমান ভাল্লুকের পায়ের ছাপ। এরপর অনেক খোঁজাখুঁজি হলেও ভাল্লুকের দেখা পাওয়া যায়নি বলেই জানালেন সেখানকার উদ্দান ও কানন বিভাগের বিভাগীয় বনাধিকারিক অঞ্জন গুহ। ইতিমধ্যেই সেখানকার সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখছেন বনবিভাগের আধিকারিকরা। প্রয়োজনে সিসিটিভিও কিছুটা বাড়ানো হতে পারে তিস্তা উদ্যানে। শহরের যেকোনও প্রান্তে লুকিয়ে থাকার আশঙ্কা রয়েছে ভাল্লুকটির। ভাল্লুকের আতঙ্কে সেখানে বন্ধ হয়ে যায় বইমেলাও। সাধারণ মানুষের এবং বন্যপ্রাণীটির যাতে কোনও ক্ষতি না হয় সেই কথা ভেবেই বন্ধ করে দেওয়া হয় সেখানকার বইমেলাও। জন্তুটি কোথায় লুকিয়ে রয়েছে তা এখনও জানা যায়নি। তাই ইতিমধ্যেই বিপদ এড়াতে সাধারণ মানুষের জন্য বন্ধ করে দেওয়া হয়েছে উদ্যানের দ্বার। 

Related Video