এসএসসি কাণ্ডে ফের গ্রেফতারি, ম্য়ারাথন জেরার পর গ্রেফতার কল্যাণময় গঙ্গোপাধ্যায়

 দশ বছর মধ্যশিক্ষা সভাপতির পদে থাকাকালীন কী ভূমিকা ছিল কল্যাণময়ের, কার নির্দেশে তিনি কাজ করতেন, একাধিক বিষয়ে তাঁকে জিজ্ঞাসাবাদ করা হয়। জিজ্ঞাসাবাদের সময় তাঁর বক্তব্যে একাধিক অসঙ্গতি ধরা পড়ে, এরপরেই তাঁকে গ্রেফতার করা হয়

/ Updated: Sep 15 2022, 09:17 PM IST

Share this Video
  • FB
  • TW
  • Linkdin
  • Email

দুপুর ১২টা নাগাদ নিজাম প্যালেসে এসেছিলেন কল্যাণময় | সঙ্গে ছিলেন তিন আইনজীবীও | আজ ছয় ঘন্টারও বেশি সময় ধরে তাঁকে জিজ্ঞাসাবাদ করা হয় | জিজ্ঞাসাবাদের সময় তাঁর বক্তব্যে একাধিক অসঙ্গতি ধরা পড়ে | এরপরেই তাঁকে গ্রেফতার করা হয় | প্রসঙ্গত, নিয়ম ভেঙে ৩৮১ জনকে চাকরির সুপারিশপত্র দেওয়ার অভিযোগে রয়েছে তাঁর বিরুদ্ধে | উল্লেখ্য, আগেও একাধিক বার জিজ্ঞাসাবাদ করা হয়েছিল তাঁকে | এমনকী তাঁর দফতরে নিয়ে গিয়েও একাধিক বার জিজ্ঞাসাবাদ করা হয় | সূত্রের খবর, ফের এক দফা ম্যারাথন জেরা করা হবে তাঁকে