আগুনে ভষ্মীভূত চারটি ট্রেন, প্রতিবাদের নামে বিনা বাধায় তাণ্ডব মুর্শিদাবাদে, দেখুন ভিডিও

 

  • মুর্শিদাবাদের কৃষ্ণপুরে ট্রেনে আগুন
  • একসঙ্গে চারটি ট্রেনে অগ্নিসংযোগ জনতার
  • শিয়ালদহ- লালগোলা শাখায় অনির্দিষ্টকালের জন্য বন্ধ রেল চলাচল
     

/ Updated: Dec 14 2019, 07:17 PM IST

Share this Video
  • FB
  • TW
  • Linkdin
  • Email

শুক্রবার থেকে ট্রেনে হামলা চলছিল। এ বার বিক্ষোভের নামে একসঙ্গে প্রায় চারটি ট্রেনে আগুন জ্বালিয়ে দেওয়া হল শিয়ালদহ লালগোলা শাখার কৃষ্ণপুর স্টেশনে পাঁচটি ট্রেন এ দিন দাঁড়িয়ে ছিল। তিনটি ট্রেন সম্পূর্ণ ভষ্মীভূত হয়ে যায়। এ দিন বিকেলে শিয়ালদ লালগোলা শাখার কৃষ্ণপুর স্টেশনে এই ঘটনা ঘটে। 

নাগরিকত্ব সংশোধনী আইনের প্রতিবাদে শুক্রবারই মুর্শিদাবাদের বেলডাঙা স্টেশনে তাণ্ডব চালিয়েছিল বিক্ষোভকারীরা। এ দিন বিকেলে কৃষ্ণপুর স্টেশনে হামলা চালায় বিক্ষোভকারীরা। কৃষ্ণপুর স্টেশনেই লোকো শেড রয়েছে। সেখানে শিয়ালদহ লালগোলা শাখার ট্রেনগুলি রেখে রক্ষণাবেক্ষণের কাজ চলে। এ দিন বিকেলেও পাঁচটি খালি ট্রেন দাঁড়িয়েছিল। সেই ট্রেনগুলিতেই এ দিন বিকেলে আগুন ধরিয়ে দেয় একদল  উন্মত্ত জনতা। কৃষ্ণপুর স্টেশনে থেকে স্থানীয় পুলিশ স্টেশনের দূরত্ব দু' কিলোমিটারেরও কম। অভিযোগ, তা সত্ত্বেও বিনা বাধায় তাণ্ডব চালায় দুষ্কৃতীরা। দেখা মেলেনি রেল পুলিশেরও। এই ঘটনার জেরে শিয়ালদহ লালগোলা শাখায় অনির্দিষ্টকালের জন্য ট্রেন চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে।