Bus service: মুখ্যমন্ত্রীকে আবেদনের ৪৮ ঘণ্টার মধ্যেই চালু হল বাগদা-হাওড়া সরকারি বাস

মুখ্যমন্ত্রীকে আবেদনের ৪৮ ঘণ্টার মধ্যেই বাগদা থেকে হাওড়া সরকারি বাস চালু হল শুক্রবার। বুধবার উত্তর ২৪ পরগনার  মধ্যমগ্রামের প্রশাসনিক সভায় বাগদার বিধায়ক বিশ্বজিৎ দাস বাগদা থেকে কলকাতা বাস নেই বলে জানিয়েছিলেন।

/ Updated: Nov 20 2021, 03:10 PM IST

Share this Video
  • FB
  • TW
  • Linkdin
  • Email

মুখ্যমন্ত্রীকে (Chief Minister Mamata Banerjee) আবেদনের ৪৮ ঘণ্টার মধ্যেই বাগদা থেকে হাওড়া (Howrah) সরকারি বাস চালু হল শুক্রবার। বুধবার উত্তর ২৪ পরগনার  মধ্যমগ্রামের প্রশাসনিক সভায় বাগদার বিধায়ক বিশ্বজিৎ দাস বাগদা থেকে কলকাতা বাস নেই বলে জানিয়েছিলেন। এবং বাগদা থেকে কলকাতা সরকারি বাস চালানোর আবেদন করেছিলেন। আবেদনের ৪৮ ঘণ্টার মধ্যেই শুক্রবার সরকারি বাসের শুভ সূচনা করলেন বাগদার বিধায়ক বিশ্বজিৎ দাস (Biswajit Das)। শুক্রবার বাগদা পুরাতন বাজার থেকে বাগদা হাওড়া বাসের শুভ সূচনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উত্তর ২৪ পরগনা জেলা আরটিও বোর্ডের সদস্য প্রিয়াংশু পান্ডে বাগদা পঞ্চায়েত সমিতির সভাপতি সহ সভাপতি সহ অন্যান্য আধিকারিকরা । বাগদা থেকে হাওড়া গামী বাস চালু হওয়ায় এলাকার মানুষের সুবিধা হবে বলে দাবি করেন বাগদার বিধায়ক বিশ্বজিৎ দাস ।