রেলের প্রতীক্ষালয়ে বসতে হলে দিতে হবে টাকা

  • এবার রেলের প্রতীক্ষালয়েও দিতে হবে টাকা
  • প্রতি ঘন্টায় যাত্রী প্রতি দিতে হবে ১০ টাকা 
  • সোমবার হাওড়া স্টেশনে দেখা গেল এই ছবি
  • বাতানুকূল যাত্রী প্রতীক্ষালয় সেজে উঠেছে 
  • নতুন সাজে প্রতীক্ষালয়, খুশি যাত্রীরাও
/ Updated: Jan 26 2021, 03:34 PM IST
Share this Video
  • FB
  • TW
  • Linkdin
  • Email

সোমবার হাওড়া স্টেশনের বাতানুকূল যাত্রী প্রতীক্ষালয় নতুনভাবে সাজিয়ে তোলা হল যাত্রীদের জন্য। তবে রক্ষণাবেক্ষণের দায়িত্ব দেওয়া হয়েছে এক বেসরকারি সংস্থার হাতে। আর নবরূপে সেই যাত্রী প্রতীক্ষালয় এবার থেকে বসতে গেলে খসবে যাত্রীদের গাঁটের টাকা। প্রতি ঘন্টায় যাত্রী প্রতি দিতে হবে ১০ টাকা। অবশ্য তার পরিবর্তে ঝাঁচকচকে করে তোলা হয়েছে প্রতীক্ষালয়টিকে। নতুন সোফা, ফ্রি ইন্টারনেট পরিষেবা মিলবে সেখানে। তবে কোনও কারণে ট্রেন ছাড়তে দেরি করলে অতিরিক্ত সময়ের মূল্য কিভাবে নেওয়া হবে তা এখনও জানাযায়নি। তবে দশ টাকার পরিবর্তে এই পরিষেবায় খুশি যাত্রীরা।