চরম হতাশা, ১৬ কাঠা জমির ফসল পুড়িয়ে দিলেন নদিয়ার কৃষক, দেখুন ভিডিও

  • নদিয়ার শান্তিপুরের হরিপুরের ঘটনা
  • ক্রেতা না পেয়ে ফসল পুড়িয়ে দিলেন আখ চাষি
     

Share this Video


হাড়ভাঙা পরিশ্রমে ফলানো ফসল নিজের হাতেই পুড়িয়ে দিলেন এক কৃষক। দীর্ঘদিন ধরে ফসল বিক্রি করতে না পারার হতাশা থেকেই এমন কাণ্ড ঘটালেন নদিয়ার কৃষক নিরঞ্জন বিশ্বাস। নদিয়ার শান্তিপুর থানার হরিপুর গ্রাম পঞ্চায়েতের মেথিরডাঙ্গার জামতলা গ্রামের বাসিন্দা নিরঞ্জনবাবু এ বছর ষোল কাঠা জমিতে আখ চাষ করেছিলেন। প্রায় পাঁচ বছর ধরে আখ চাষ করছেন তিনি। কিন্তু এবছর কোনওভাবেই নিজের ফসল বেচতে পারেননি ওই কৃষক। আর সেই রাগ থেকেই এমন কাণ্ড ঘটিয়েছেন তিনি।

নিরঞ্জনবাবুর দাবি, ষোল কাঠা জমিতে আখ চাষ করতে প্রায় চল্লিশ হাজার টাকা খরচ হয়েছে তাঁরা। কিন্তু প্রায় ছ' মাস অপেক্ষা করলেও কোনও ক্রেতা জোটেনি। হতাশ নিরঞ্জনবাবু জানান, লাভের মুখ দেখা দূরে থাক, চাষ করার খরচও ওঠেনি তাঁর। এর পরেই রাগ করে নিজের ফসল পুড়িয়ে ফেলার সিদ্ধান্ত নেন ওই চাষি। ফসল বেচতে না পারায় কীভাবে সংসার চলবে, তা নিয়েই এখন চিন্তিত ওই চাষি। 

Related Video