আমফান ও করোনার পর নতুন বিপদ, বাঁধ ভেঙে প্লাবিত সাগরের বিস্তীর্ণ এলাকা

  • বাঁধ ভেঙে নতুন বিপদে সাগরের মানুষ
  • আমফান আতঙ্ক কাটতে না কাটতেই নতুন বিপদ
  • প্রশাসনিক আধিকারিকদের জানিয়েও অবস্থার পরিবর্তন হয়নি
  • মুড়িগঙ্গার বাঁধ ভেঙেই ঘটেছে এমনটা

/ Updated: Aug 20 2020, 08:10 PM IST

Share this Video
  • FB
  • TW
  • Linkdin
  • Email

করোনা আর আমফান কেড়ে নিয়েছে প্রায় সর্বশ্য এবার আরও এক নতুন বিপদ সাগরের মানুষের সামনে। সেখানকার মানুষদের ঠিক যখন মনে হয়েছিল দুর্ভোগ কিছুটা হলেও কাটিয়ে উঠেছে তারা ঠিক তখনই নতুন এক বিপদ এসে দাঁড়িয়েছে তাদের সম্মুখে। ভেঙে গিয়েছে মুড়িগঙ্গা নদীর বাঁধ আর তাতেই প্লাবিত হয়েছে সাগেরর বিস্তীর্ণ এলাকা। দক্ষিণ 24 পরগনার সাগরের মুড়িগঙ্গার এক নম্বর গ্রাম পঞ্চায়েত এলাকার কচুবেড়িয়া গ্রামেরই বাঁধ ভেঙে ঘটেছে বিপত্তি। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, দীর্ঘদিন ধরে এভাবেই নদীর বাঁধ ভেঙে এলাকায় জল ঢুকে পড়ে। প্রশাসনিক আধিকারিকদের জানানো হয়েছে বহুবার তবে তাতেও অবস্থার কোনও উন্নতি হয়নি। এরই মধ্যে সেখানে নদী বাঁধ ভেঙে যাওয়ায় প্লাবিত হয়েছে বিস্তির্ণ এলাকা আর তাতেই বিপাকে পড়েছেন সেখানে বসবাসকারি প্রায় কয়েক হাজার মানুষ।