সুপ্রিম কোর্টের স্বীকৃতিতেও বদলায়নি সমাজ, সমকামী ছেলেকে খুনের হুমকি এবার পরিবারের


শরীরে পুরুষ হয়ে অন্তরে নারী! তাই তিনি ভালবাসেন কোনও নারীকে নয়, বরং এক পুরুষকে। সেই অপরাধেই এবার নিজের পরিবারের কাছ থেকে অনার কিলিং-এর হুমকি পেলেন কলকাতার সন্নিকটস্থ বারাসতের এক যুবক। চলতি বছর ২১ সেপ্টেম্বর নিজের সঙ্গীর কথা বাড়িতে জানিয়েছিলেন ওই যুবক। অভিযোগ, তারপরেই শুরু হয় অত্যাচার। জোর করে বিয়ে দিয়ে দেওয়ারও চেষ্টা করা হয়। যত দিন যাচ্ছে ততই মাত্রা ছাড়াচ্ছে শারীরিক ও মানসিক নিগ্রহ। অবশেষে নিজের ভালবাসাকে বাঁচাতে ঘর-পরিবার ছাড়তে বাধ্য হয়েছেন ওই যুবক।
 

/ Updated: Nov 19 2019, 03:43 PM IST
Share this Video
  • FB
  • TW
  • Linkdin
  • Email

শরীরে পুরুষ হয়ে অন্তরে নারী! তাই তিনি ভালবাসেন কোনও নারীকে নয়, বরং এক পুরুষকে। সেই অপরাধেই এবার নিজের পরিবারের কাছ থেকে অনার কিলিং-এর হুমকি পেলেন কলকাতার সন্নিকটস্থ বারাসতের এক যুবক। চলতি বছর ২১ সেপ্টেম্বর নিজের সঙ্গীর কথা বাড়িতে জানিয়েছিলেন ওই যুবক। অভিযোগ, তারপরেই শুরু হয় অত্যাচার। জোর করে বিয়ে দিয়ে দেওয়ারও চেষ্টা করা হয়। যত দিন যাচ্ছে ততই মাত্রা ছাড়াচ্ছে শারীরিক ও মানসিক নিগ্রহ। অবশেষে নিজের ভালবাসাকে বাঁচাতে ঘর-পরিবার ছাড়তে বাধ্য হয়েছেন ওই যুবক।

২০১৮ সালে সমকামিতাকে আইনি স্বীকৃতি দিয়েছে দেশের শীর্ষ আদালত। তারপর পার হয়ে গিয়েছে একটা বছর। তবুও সমলিঙ্গে বিয়ে আজও ব্রাত্য সমাজে। এবার শিক্ষিত, সংস্কৃতিমনস্ক কলকাতার প্রতিবেশী শহরও সাক্ষী থাকল সেই ঘটনার।