দিল্লির উদ্দেশ্যে রওনা দিলেন বিমল গুরুং, জল্পনা তুঙ্গে
গোর্খা জনমুক্তি মোর্চার সুপ্রিমও বিমল গুরুং এদিন বাগডোগরা বিমানবন্দর হয়ে দিল্লির উদ্দেশ্যে রওনা দিলেন, রাজনৈতিক মহলে জল্পনা তুঙ্গে |
গোর্খা জন মুক্তি মোর্চার সুপ্রিমও বিমল গুরুং দিল্লির উদ্দেশ্যে রওনা দিলেন | তিনি বাগডোগরা বিমানবন্দর থেকে দিল্লির উদ্দেশ্যে রওনা দেন | তিনি কি বিজেপি নেতা দের সাথে সাক্ষাৎ করতে যাচ্ছে ? এমন প্রশ্ন করে সাংবাদিক | জবাবে তিনি বলেন ' না না আমি কোন রাজনৈতিক কারণ নয় ' | তিনি জানান তিনি একটি সামজিক অনুষ্ঠানের জন্য যাচ্ছেন |