প্রয়োজনে বুলবুলের ক্ষতি দেখতে যাবেন, নিজেই জানালেন রাজ্যপাল
ত্রাণ নিয়ে রাজনীতি হোক চান না। ঘূর্ণিঝড় বুলবুলে ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়াতে সবাইকে একসঙ্গে আসার আহ্বান জানালেন রাজ্যপাল জগদীপ ধনখড়। পাশাপাশি তিনি বলেন, প্রয়োজনে বুলবুলের ক্ষতিগ্রস্ত এলাকা ঘুরে দেখবেন তিনি। তবে সব কিছু জানার পরই এই ধরনের সিদ্ধান্ত নিতে পারেন রাজ্যপাল।
ত্রাণ নিয়ে রাজনীতি হোক চান না। ঘূর্ণিঝড় বুলবুলে ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়াতে সবাইকে একসঙ্গে আসার আহ্বান জানালেন রাজ্যপাল জগদীপ ধনখড়। পাশাপাশি তিনি বলেন, প্রয়োজনে বুলবুলের ক্ষতিগ্রস্ত এলাকা ঘুরে দেখবেন তিনি। তবে সব কিছু জানার পরই এই ধরনের সিদ্ধান্ত নিতে পারেন রাজ্যপাল। গতকালই দক্ষিণ ২৪ পরগণায় ত্রাণ বিলি নিয়ে তৃণমূল -বিজেপি সংঘর্ষের ঘটনা সামনে এসেছে। বিজেপি কর্মীদের অভিযোগ, ত্রাণ নিয়ে পঞ্চায়েত প্রধানের কাছে সমন্বয় কমিটি করার দাবি জানালে তৃণমূল কর্মীরা তাঁদের ওপর হামলা চালান। হিঙ্গলগঞ্জের এই ঘটনায় তিন বিজিপে কর্মী হাসপাতালে ভর্তি রয়েছেন।