জিএসটি-র গুঁতোয় তৈরি হচ্ছে না মনের মতো মা দুর্গা, ক্ষোভ শিল্পীদের, দেখুন ভিডিও
- জিএসটি-র প্রভাব প্রতিমা নির্মাণেও
- কয়েকগুণ বেড়ে গিয়েছে প্রতিমা নির্মাণের খরচ
- বেড়েছে কারিগরদের পারিশ্রমিকও
- বেশি সমস্যায় জেলার মৃৎশিল্পীরা
একদিকে জিএসটি-র দৌলতে বেড়ে গিয়েছে মা দুর্গার সাজ সরঞ্জামের দাম। অন্যদিকে পাল্লা দিয়ে দাম বেড়েছে বাঁশ, মাটি, খড়ের। যার জেরে ব্যাপক সমস্যায় পড়েছেন জেলার প্রতিমা শিল্পীরা। উত্তর চব্বিশ পরগণার বসিরহাটের মৃৎশিল্পীদের দাবি, আগে যে বাঁশ তাঁরা একশো টাকা করে প্রতি পিস কিনতেন, তার দাম এখন হয়েছে তিনশো টাকা। মণ প্রতি খড়ের দাম পৌঁছেছে পনেরো টাকা থেকে দুশো টাকায়। এর সঙ্গে রয়েছে কলকাতার কুমোরটুলি থেকে আসা কারিগরদের পারিশ্রমিক। ২০০০ টাকা থেকে তা বাড়তে বাড়তে এখন হয়েছে দৈনিক ৩০০০ টাকা।
এর পাশাপাশি, প্রতিমার শোলার সাজ, শাড়ি, গয়না, জিএসটি-র জেরে এসবেরই দাম বেড়েছে। এর ফলে মাঝারি মাপের একটি প্রতিমা গড়তেই প্রায় পয়ত্রিশ থেকে চল্লিশ হাজার টাকা খরচ হচ্ছে বলে দাবি মৃৎশিল্পীদের। অথচ পুজো কমিটিগুলি অত টাকা দিতে রাজি হচ্ছে না। ফলে সস্তার মধ্যে প্রতিমা তৈরি করতে গিয়ে কাজও ভাল হচ্ছে না। বসিরহাটের মৃৎশিল্পীদের দাবি, কলকাতায় অনেক বড় বড় পুজো থাকায় সেখানে চড়া দাম দিয়ে প্রতিমা কিনতে পারেন পুজোর উদ্যোক্তারা। কিন্তু জেলায় তা অনেক ক্ষেত্রেই সম্ভব হয় না।