রায়গঞ্জের রাজপথে এ কেমন ভূতের টহলদারি, ভয় দেখিয়ে দিল চকোলেট


উত্তর দিনাজপুরের রায়গঞ্জ শহরে মাঝরাতে হঠার হানা দিলেন তেনারা। রাজপথে ঘুরে বেড়ালেন। বাড়ি ফিরতি জনতাকে ভয়ও দেখালেন। তারপর সকলের হাতে তুলে দিলেন চকোলেট।  হঠাৎ করে শহরের মাঝে এভাবে ভূতের দেখা পেয়ে বেশ কিছুটা ভড়কে যান পথচারীরা। 

/ Updated: Oct 31 2019, 12:44 PM IST

Share this Video
  • FB
  • TW
  • Linkdin
  • Email

উত্তর দিনাজপুরের রায়গঞ্জ শহরে মাঝরাতে হঠার হানা দিলেন তেনারা। রাজপথে ঘুরে বেড়ালেন। বাড়ি ফিরতি জনতাকে ভয়ও দেখালেন। তারপর সকলের হাতে তুলে দিলেন চকোলেট।  হঠাৎ করে শহরের মাঝে এভাবে ভূতের দেখা পেয়ে বেশ কিছুটা ভড়কে যান পথচারীরা। তবে অল্প সময়ের মধ্যেই ভাঙল ভুল। আসলে হ্যালোইন উপলক্ষে সেজেগুজে পথে নেমেছিলেন কয়েকজন উৎসাহী। যাদের মধ্যে হাজির ছিল খুদেরাও। মানুষকে আনন্দ দিতেই এই উদ্যোগ বলে জানান ভূতের দলের নেত্রী মহুয়া ঘোষ। প্রতিবছরই  হ্যালোইনের দিন এভাবেই ভূত সেজে বেড়োন তাঁরা। তবে এরম বন্ধু বৎসল ভূত পেয়ে বেশায় খুশি রায়গঞ্জ শহরের মানুষ।