ভোটের ডিউটি আসার পরেই আত্মঘাতী, রায়গঞ্জ বিশ্ববিদ্যালয় থেকে মিলল ঝুলন্ত দেহ

  • ভোটের ডিউটি পেয়ে মানসিক চাপে আত্মঘাতী
  • ঘটনাটি ঘটে রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ে
  • সেখানকারই সেরিকালচার ডিপার্টমেন্টের কর্মী ছিলেন তিনি
  • ল্যাবরেটরির ভেতর থেকেই মেলে তাঁর ঝুলন্ত দেহ
     
/ Updated: Feb 20 2021, 12:25 PM IST
Share this Video
  • FB
  • TW
  • Linkdin
  • Email

ভোটের ডিউটি আসার পরেই মানসিক চাপে আত্মঘাতী হলেন রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ের সেরিকালচার বিভাগের চতুর্থ শ্রেণীর কর্মচারী।  রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ের সেরিকালচার ল্যাবরেটরি থেকে মেলে তাঁর ঝুলন্ত দেহ। বিধানসভা ভোটের থার্ড পোলিং অফিসার হিসেবে নিয়োগপত্র আসে তাঁর। তারপর থকেই হাই সুগারের রোগী সুধীর সরকার  মানসিক অবসাদে ভুগছিলেন। সুধীর বাবুর ছেলে শুভঙ্কর সরকার জানান, ভোটের ডিউটির কাগজ আসার পর থেকে খুব চিন্তায় ছিলেন তিনি। অন্যান্য দিনের মতই শুক্রবার সকাল ১০ টা নাগাদ বাড়ি থেকে বেড়িয়ে রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ে নিজের কর্মস্থলে যান তিনি। ওই দিন রাত ৮ টা বেজে গেলেও ফেরেননি তিনি। এর পরেই খোঁজ শুরু হয় তাঁর। পরে ঝুলন্ত অবস্থায় মেলে তাঁর দেহ। ইতিমধ্যেই ঘটনার তদন্ত শুরু করেছে রায়গঞ্জ থানার পুলিশ। আত্মহত্যার পেছনে অন্য কোনও কারণ রয়েছে কিনা তাও খতিয়ে দেখছে পুলিশ।