তিস্তার চরে বাদাম চাষ করে এবছর খুশি চাষিরা
বঙ্গে ঢুকে পড়েছে বর্ষা। ইতিমধ্য়েই ডুয়ার্স লাগোয়া অসম বন্যার রূপ দেখে নিয়েছে। এমনকী সিকিমেও হয়েছে জোর বৃষ্টি। সন্দেহ নেই বর্ষার আগমে এই অঞ্চলেও প্রাকৃতিক দুর্যোগ বাড়বে। এমন অবস্থায় ডুয়ার্সের অন্যতম চিন্তার কারণ তিস্তার জলস্ফীতি। তাই দেরি না করেই জলপাইগুড়ির খরিয়া অঞ্চলের সুকান্ত নগর কলোনির লাগোয়া তিস্তা পার থেকেই কাঁচা বাদাম ক্ষেত থেকে তুলতে শুরু করেছেন চাষিরা।
বঙ্গে ঢুকে পড়েছে বর্ষা। ইতিমধ্য়েই ডুয়ার্স লাগোয়া অসম বন্যার রূপ দেখে নিয়েছে। এমনকী সিকিমেও হয়েছে জোর বৃষ্টি। সন্দেহ নেই বর্ষার আগমে এই অঞ্চলেও প্রাকৃতিক দুর্যোগ বাড়বে। এমন অবস্থায় ডুয়ার্সের অন্যতম চিন্তার কারণ তিস্তার জলস্ফীতি। তাই দেরি না করেই জলপাইগুড়ির খরিয়া অঞ্চলের সুকান্ত নগর কলোনির লাগোয়া তিস্তা পার থেকেই কাঁচা বাদাম ক্ষেত থেকে তুলতে শুরু করেছেন চাষিরা। তাঁদের কথায়, তিস্তার বেড়ে যাওয়া জল ক্ষেতে ঢুকলে সমস্ত কাঁচবাদাম নষ্ট হয়ে যাবে। তাই দেরি না করে কাঁচা বাদাম ক্ষেত থেকে তুলে নিচ্ছেন চাষিরা। তিন মাসের কঠোর পরিশ্রমের পরই বাদাম ফলেছে। তাই বর্ষায় তিস্তার ঠাণ্ডা ও ঘোলা জল যাতে ক্ষেত ভাসিয়ে নিয়ে গেলেও ফসলের কোনও ক্ষতি করতে না পারে, তার জন্য এখন সচেষ্ট চাষিরা।