নাগাড়ে বৃষ্টিপাত, বিঘার পর বিঘা কৃষিজমি তলিয়ে গেছে জলের তলায়

নিম্নচাপের প্রভাবে নাগাড়ে বৃষ্টিপাত হয়েছে , চরম ক্ষতির সম্মুখীন গোপীবল্লভপুর ধান চাষিরা । 

/ Updated: Aug 20 2022, 08:24 PM IST
Share this Video
  • FB
  • TW
  • Linkdin
  • Email

রাতভর প্রবল ঝোড়ো হাওয়া এবং নাগাড়ে বৃষ্টি হয়েছে গোপীবল্লভপুরে | বিঘার পর বিঘা কৃষিজমি তলিয়ে গেছে জলের তলায় | স্বাভাবিকভাবেই খালের জল বাড়ায় প্লাবিত নিচু এলাকার কৃষিজমি | প্রবল বৃষ্টির জন্য চরম ক্ষতির সম্মুখীন গোপীবল্লভপুর ধান চাষিরা |  চাষিদের কথায় এবছর এমনিতেই বৃষ্টি পরে নামায় চাষ অনেক দেরি করে হয়েছে।তার উপর ধান জমি এভাবে প্লাবিত হওয়ায় সমুহ ক্ষতি চাষে |