North Bengal snowfall: প্রবল তুষারপাত দার্জিলিং-এ, বরফাবৃত সিকিম-কালিম্পংও

প্রবল বৃষ্টিতে ভাসছে সমতল। অন্যদিকে রেকর্ড তুষারপাত দার্জিলিং-এ। বরফের চাদরে ঢেকেছে সিকিম-কালিম্পংও। তুষার পাত দেখতে পেয়ে খুশি পর্যটকরা। শুক্রবার থেকেই সেখানে শুরু হয় তুষার পাত। বরফে ঢেকেছে সেখানকার রাস্তা।

/ Updated: Feb 05 2022, 02:27 PM IST
Share this Video
  • FB
  • TW
  • Linkdin
  • Email

প্রবল বৃষ্টিতে ভাসছে সমতল। সরস্বতী পুজোর আগে প্রবল বষ্টি বঙ্গের একাধিক জায়গায়। শনিবার সকাল থেকে আকাশ মেঘলা থাকলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে রোদের দেখা মিলেছে। অন্যদিকে রেকর্ড করে থাকল অন্যদিকে রেকর্ড তুষারপাত দার্জিলিং-এ। বরফের চাদরে ঢেকেছে সিকিম-কালিম্পংও। তুষার পাত দেখতে পেয়ে খুশি পর্যটকরা। শুক্রবার থেকেই সেখানে শুরু হয় তুষার পাত। বরফে ঢেকেছে সেখানকার রাস্তা। কালিম্পং-এর লাভাতেও হয়েছে তুষারপাত। অন্যদিকে সিকিমের রাজধানী গ্যাংটকেও পড়ছে বরফ। প্রসঙ্গত এবছর কিছুদিন আগেই দার্জিলিং এবং গ্যাংটকে তুষার পাত হয়। সকাল থেকেই সেদিনও মেঘে ঢেকেছিল সেখানকার আকাশ। দার্জিলিং-এর টাইগার হিলে সকাল থেকেই শুরু হয় তুষারপাত। সেখানকার রাস্তাঘাট ঢাকে বরফের চাদরে। অন্যদিকে গ্যাংটকেও সেদিন তুষারপাত হয়। শুক্রবারের পর শনিবার আবারও একই ছবি দেখা গেল পাহাড়ে। পাহাড়ে গিয়ে বরফ দেখতে পাওয়া একটা উপড়ি পাওনা তা বলাই যায়। তাই বরফ দেখতে পেশে খুশি পর্যটকরাও।