বেতন না পাওয়ার ধর্ণায় আই টি সির ঠিকা শ্রমিকরা, অসহায় ৭০ টি পরিবার

গত তিন মাস ধরে  কোন শ্রমিকই বেতন পাচ্ছে না, সাথে কয়েক মাস আগে কারখানা কর্তৃক পক্ষ ৭০ জন ঠিকা শ্রমিকদের ছাঁটাইয়ের নোটিশ দেয় , অনির্দিষ্টকালের জন্য ধর্ণায় নামে ঠিকাকর্মীরা |
 

/ Updated: Sep 03 2022, 07:52 PM IST
Share this Video
  • FB
  • TW
  • Linkdin
  • Email

গত তিন মাস ধরে কোন শ্রমিকই বেতন পাচ্ছে না | সাথে কয়েক মাস আগে কারখানা কর্তৃক পক্ষ ৭০ জন ঠিকা শ্রমিকদের ছাঁটাইয়ের নোটিশ দেয় | অথৈ জলে শ্রমিক সহ শ্রমিকদের পরিবার | অনির্দিষ্টকালের জন্য ধর্ণায় নামে ঠিকাকর্মীরা | তাদের দাবি কাজে পুনর্বহাল করতে হবে, পুজোর আগে সমস্ত বকেয়া বেতন দিতে হবে |