তেড়ে আসছে বুনো হাতির পাল, জলপাইগুড়ির গ্রামে আতঙ্ক, দেখুন ভিডিও

  • জলপাইগুড়ির গ্রামে হাতির পালের হানা
  • গ্রামে ঢুকে ফসল নষ্ট, বাড়িতে হামলা
  • বাজারেও ঢুকে পড়ে হাতির দল
/ Updated: Dec 30 2019, 05:29 PM IST
Share this Video
  • FB
  • TW
  • Linkdin
  • Email

জলপাইগুড়ি শহর থেকে ১২ কিলোমিটার দূরে বৈকুন্ঠপুর বন বিভাগের জঙ্গল থেকে আজ সকালে প্রায় ১৫ টি বুনো হাতির দল বোদাগঞ্জ বাজারে বেরিয়ে আসে। ক্ষিপ্র হাতির পালকে দেখে এলাকাবাসীর মধ্যে আতঙ্ক ছড়ায়। প্রায় ২০ মিনিট ধরে কখনও বোদাগঞ্জ বাজার,কখনও বা বোদাগঞ্জের গ্রামের গৃহস্থ বাড়ির জমিতে তুলে রাখা ধান খেয়ে নেয়। হাতির পালটিতে বেশ কয়েকটি শাবকও ছিল। কয়েকটি বাড়ির খড়ের দেওয়াল  ভেঙে গুঁড়িয়ে দেয় তারা। বেলাকোবা ফরেস্ট রেঞ্জ থেকে বনকর্মীরা আসার আগেই এলাকাবাসীর চিৎকারে হাতির পাল বোদাগঞ্জের জঙ্গলে ঢুকে পড়ে। কোনও জখম বা প্রাণহানির ঘটনা ঘটেনি।